Logo
Logo
×

আইন-বিচার

ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় নৈশপ্রহরীর দায় স্বীকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৮:০২ পিএম

ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় নৈশপ্রহরীর দায় স্বীকার

কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় করা মামলায় ব্যাংকটির নৈশপ্রহরী মো. সিয়াম দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে তার দুই সহযোগী আল আমিন হাওলাদার ও ইমরান শেখের রিমান্ড শুনানি জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করা হয়েছে।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি সিয়াম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এছাড়া অপর দুই আসামির সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড শুনানির জন্য ১৫ জুন দিন ধার্য করেন। একই সঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকটির ভল্ট ভেঙে ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। চুরির ঘটনার পরপরই ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় আসামি সিয়ামের ভাড়া বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা, আল আমিনের বাসা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইমরানের বাড়ি থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযানে চুরির কাজে ব্যবহৃত গ্রাইন্ডিং মেশিন, লোহার শাবল, চাকু ও হার্ডডিস্কসহ সিসিটিভির ডিভিআর ডিভাইসও জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম