যুগান্তর ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫০ | অনলাইন সংস্করণ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয় । বিভিন্ন গ্রেডে ছয়টি শূন্য পদে সর্বমোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সব যোগ্য বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
সরেজমিনে তদন্তকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ক্যাশ সরকারসহ অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদ সংখ্যা
ছয়টি পদে সর্বমোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি/কৃষি অর্থনীতি/গণিত/অর্থনীতি/পরিসংখ্যান বা বাণিজ্যে স্নাতক/সমমান পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা আবশ্যক। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://moa.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ বিকেল ৫টা।
২ ফেব্রুয়ারি ২০১৯,দৈনিক যুগান্তর দেখুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯