দীর্ঘমেয়াদে করোনা সংক্রমণের ৫ উপসর্গ
ডা. উত্তম কুমার দাস
২৩ জানুয়ারি ২০২১, ১৫:০৮:৩০ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও আমার অনেকে বুঝতে পারি না। কারণ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি।
তবে অভ্যন্তরীণ কিছু ক্ষতি তো রয়েছে। আর তা সারা জীবন বয়ে বেড়াতে হয়। একে বলা হয় ‘লং কোভিড’।
আসুন জেনে নিই এমন কিছু উপসর্গ সম্পর্কে-
১. করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে যে উপসর্গগুলো দেখা দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে মাথাব্যথা। এই সমস্যা সবচেয়ে বেশি ভোগায়। তবে এই মাথাব্যথা কারও ক্ষেত্রে অবিরাম, কারও কারও সারাদিন থাকতে পারে। তবে কিছু রোগীর মাথাব্যথা অনিয়মিত থাকতে পারে।
২. বিরামহীন অবসাদও করোনার উপসর্গ। অনেক রোগী প্রচণ্ড অবসাদগ্রস্ত ছিলেন এবং কোনো কাজের শক্তিই যেন থাকে না। তবে অবসাদ হতে পারে সব উপসর্গের মাঝে সবচাইতে সাধারণ ঘটনা।
৩. দম আটকে আসাও কোভিডের লক্ষণ। কোভিড রোগীদের শ্বাস নিতে সমস্যা হতে পারে। অ্যাসিম্পটোম্যাটিক’ বা লক্ষণ নেই এরকম রোগী থেকে শুরু করে রোগ থেকে সেরে ওঠা প্রায় সকলেই কমবেশি শ্বাস-প্রশ্বাসের সমস্যা ভুগতে পারে।
৪. করোনাভাইরাসে আক্রান্ত হলে মাথায় ঘোলাটেভাব অনুভব করতে পারেন। একারণে অনেকেই কোভিড থেকে মুক্তি পেলেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে কষ্ট হয়।
৫. শুষ্ক কাশি করোনার আরেকটি উপসর্গ। এটিও করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক উপসর্গের একটি। আর তা দীর্ঘসময় আপনাকে ভোগাবেই।
কী করবেন
এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধিও।
লেখক: ডা. উত্তম কুমার দাস, কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি হাসপাতাল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দীর্ঘমেয়াদে করোনা সংক্রমণের ৫ উপসর্গ
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও আমার অনেকে বুঝতে পারি না। কারণ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি।
তবে অভ্যন্তরীণ কিছু ক্ষতি তো রয়েছে। আর তা সারা জীবন বয়ে বেড়াতে হয়। একে বলা হয় ‘লং কোভিড’।
আসুন জেনে নিই এমন কিছু উপসর্গ সম্পর্কে-
১. করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে যে উপসর্গগুলো দেখা দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে মাথাব্যথা। এই সমস্যা সবচেয়ে বেশি ভোগায়। তবে এই মাথাব্যথা কারও ক্ষেত্রে অবিরাম, কারও কারও সারাদিন থাকতে পারে। তবে কিছু রোগীর মাথাব্যথা অনিয়মিত থাকতে পারে।
২. বিরামহীন অবসাদও করোনার উপসর্গ। অনেক রোগী প্রচণ্ড অবসাদগ্রস্ত ছিলেন এবং কোনো কাজের শক্তিই যেন থাকে না। তবে অবসাদ হতে পারে সব উপসর্গের মাঝে সবচাইতে সাধারণ ঘটনা।
৩. দম আটকে আসাও কোভিডের লক্ষণ। কোভিড রোগীদের শ্বাস নিতে সমস্যা হতে পারে। অ্যাসিম্পটোম্যাটিক’ বা লক্ষণ নেই এরকম রোগী থেকে শুরু করে রোগ থেকে সেরে ওঠা প্রায় সকলেই কমবেশি শ্বাস-প্রশ্বাসের সমস্যা ভুগতে পারে।
৪. করোনাভাইরাসে আক্রান্ত হলে মাথায় ঘোলাটেভাব অনুভব করতে পারেন। একারণে অনেকেই কোভিড থেকে মুক্তি পেলেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে কষ্ট হয়।
৫. শুষ্ক কাশি করোনার আরেকটি উপসর্গ। এটিও করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক উপসর্গের একটি। আর তা দীর্ঘসময় আপনাকে ভোগাবেই।
কী করবেন
এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে মানতে হবে স্বাস্থ্যবিধিও।
লেখক: ডা. উত্তম কুমার দাস, কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি হাসপাতাল।