ফাগুন হাওয়ায় ভালোবাসা
ফাল্গুনের ভালোবাসার দিন ফেব্রুয়ারির ১৪ তারিখ। ভালোবাসার দিনটি সবার। তা কি কেবলই কপোত-কপোতীর উড়ে বেড়ানোর জন্য? যদি এর আগে এমনটা আপনার মনে হয়েও থাকে, আজ থেকে ভুলে যান।
পৃথিবীজুড়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এই দিন। ভাই, বন্ধু, বোন, মা, বাবা, আত্মীয়-পরিচিতজন, এমনকি বাড়ির পোষা প্রাণিটিও বাদ যাবে না এ ভালোবাসা থেকে। মূলত মানুষের জন্ম নেওয়া ও বেঁচে থাকার যে উদ্দেশ্য-সবাইকে ভালোবাসা, এ কথাই জানিয়ে দিতে ভালোবাসা দিবসের আবির্ভাব।
ফাল্গুন মাসে আপনি আপনার প্রিয়জনকে কতটা ভালোবাসেন তা হয়তো মুখ ফুটে বলতে পারেন না, এ দিনে বলে দিন না হয়! কখনো না বলার চেয়ে হুট করে বলে দেওয়াই উত্তম নয় কি?
ভালোবাসতে দিবস লাগে?
ভালোবাসতে দিবস লাগে না এ কথা যেমন সত্যি, ভালোবাসার জন্য আলাদা একটি দিবস হলে কোনো ক্ষতি নেই এ কথাও তেমনই সত্যি। আপনি যোগ দিতে পারেন যে কোনো একটি দলে।
সারা বছর ভালোবাসেন বলে একটি দিন একটু বিশেষভাবে কাটানো যাবে না, এমন তো কোনো কথা নেই, তাই না? তাই প্রিয়জনের জন্য এ দিনে সাজাতে পারেন বিশেষ কোনো চমক ও ভালোবাসার ডালিখানি। আপনার একটুখানি আগ্রহ ও আয়োজনে যদি সে খুশি হয়, ভালোবাসা আরেকটু গাঢ় হয়, তবে হোক না!
ভালোবাসা ছড়িয়ে দিন
ভালোবাসা দিবসের শুরুটা যেভাবেই হোক, এখন আর সেটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই। শুধু প্রেমিক বা প্রেমিকার জন্য নয়, দিনটি সার্বজনীন ভালোবাসার। অনেক ‘পাগলাটে’ তরুণ কিংবা তরুণীকে দেখবেন এ দিনে সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী মানুষকে গোলাপ উপহার দিচ্ছেন। ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এ মন্ত্র জনে জনে উচ্চারিত হওয়ার দিনই ভালোবাসা দিবস। আপনিও নেমে পড়তে পারেন সেই পথে।
যেতে যেতে ছড়িয়ে দিন ভালোবাসার কথাগুলো। জানিয়ে দিন, ভালোবাসায় যে আনন্দ তা কখনো ঘৃণায় পাওয়া যায় না। ঘৃণার অনলে কেবল জ্বলে-পুড়ে মরতে হয়, ভালোবাসতে জানলে পৃথিবীটাই হয়ে ওঠে জান্নাত! আপনি জেনে-শুনে ভুল পথে এগোবেন না নিশ্চয়ই? তবে ভালোবাসাই হোক আপনার গন্তব্য। যদি পথ মসৃণ নাও হয়, ফিরে আসবেন না। জেনে রাখবেন, যারা ভালোবাসে, তারা ভয় পেতে জানে না।
পূর্ণ হোক হৃদয়
ভালোবাসা নামক সম্পদটি হলো এমন, যা আপনি যতই বিলিয়ে দিন না কেন, তা আরও বাড়তে থাকে। যত বেশি ভালোবাসবেন, হৃদয় ততই প্রসারিত হতে থাকবে। আপনার অল্প একটুখানি ভালোবাসায়ই পরিপূর্ণ হতে পারে পুরো পৃথিবী। আপনি ভালোবেসে যে চারাটি রোপণ করলেন, সেটি বড় হয়ে ফুল ফোটাবে, সুগন্ধে সুরভিত করবে চারপাশ, সে কি আপনার কৃতিত্ব নয়! ভালোবাসা দিবসের ধরাবাঁধা কোনো ছন্দে আটকে না থেকে নিজের মতো করে ভালোবাসতে শিখুন।
যেন আপনার ভালোবাসায় বিমুগ্ধ হয়ে মানুষেরাও আরও বেশি ভালোবাসতে শেখে। এভাবেই পৃথিবীজুড়ে বেড়ে উঠবে ভালোবাসার মায়াবৃক্ষ। তাতে এসে বাসা বাঁধবে নাম না জানা কত ভালোবাসার পাখি, তারই ছায়ায় প্রাণ জুড়াবে ভালোবেসে ক্লান্ত কোনো পথিক!
ফাগুন হাওয়ায় ভালোবাসা
হাবীবাহ্ নাসরীন
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৫:০৭ | অনলাইন সংস্করণ
ফাল্গুনের ভালোবাসার দিন ফেব্রুয়ারির ১৪ তারিখ। ভালোবাসার দিনটি সবার। তা কি কেবলই কপোত-কপোতীর উড়ে বেড়ানোর জন্য? যদি এর আগে এমনটা আপনার মনে হয়েও থাকে, আজ থেকে ভুলে যান।
পৃথিবীজুড়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এই দিন। ভাই, বন্ধু, বোন, মা, বাবা, আত্মীয়-পরিচিতজন, এমনকি বাড়ির পোষা প্রাণিটিও বাদ যাবে না এ ভালোবাসা থেকে। মূলত মানুষের জন্ম নেওয়া ও বেঁচে থাকার যে উদ্দেশ্য-সবাইকে ভালোবাসা, এ কথাই জানিয়ে দিতে ভালোবাসা দিবসের আবির্ভাব।
ফাল্গুন মাসে আপনি আপনার প্রিয়জনকে কতটা ভালোবাসেন তা হয়তো মুখ ফুটে বলতে পারেন না, এ দিনে বলে দিন না হয়! কখনো না বলার চেয়ে হুট করে বলে দেওয়াই উত্তম নয় কি?
ভালোবাসতে দিবস লাগে?
ভালোবাসতে দিবস লাগে না এ কথা যেমন সত্যি, ভালোবাসার জন্য আলাদা একটি দিবস হলে কোনো ক্ষতি নেই এ কথাও তেমনই সত্যি। আপনি যোগ দিতে পারেন যে কোনো একটি দলে।
সারা বছর ভালোবাসেন বলে একটি দিন একটু বিশেষভাবে কাটানো যাবে না, এমন তো কোনো কথা নেই, তাই না? তাই প্রিয়জনের জন্য এ দিনে সাজাতে পারেন বিশেষ কোনো চমক ও ভালোবাসার ডালিখানি। আপনার একটুখানি আগ্রহ ও আয়োজনে যদি সে খুশি হয়, ভালোবাসা আরেকটু গাঢ় হয়, তবে হোক না!
ভালোবাসা ছড়িয়ে দিন
ভালোবাসা দিবসের শুরুটা যেভাবেই হোক, এখন আর সেটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই। শুধু প্রেমিক বা প্রেমিকার জন্য নয়, দিনটি সার্বজনীন ভালোবাসার। অনেক ‘পাগলাটে’ তরুণ কিংবা তরুণীকে দেখবেন এ দিনে সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী মানুষকে গোলাপ উপহার দিচ্ছেন। ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এ মন্ত্র জনে জনে উচ্চারিত হওয়ার দিনই ভালোবাসা দিবস। আপনিও নেমে পড়তে পারেন সেই পথে।
যেতে যেতে ছড়িয়ে দিন ভালোবাসার কথাগুলো। জানিয়ে দিন, ভালোবাসায় যে আনন্দ তা কখনো ঘৃণায় পাওয়া যায় না। ঘৃণার অনলে কেবল জ্বলে-পুড়ে মরতে হয়, ভালোবাসতে জানলে পৃথিবীটাই হয়ে ওঠে জান্নাত! আপনি জেনে-শুনে ভুল পথে এগোবেন না নিশ্চয়ই? তবে ভালোবাসাই হোক আপনার গন্তব্য। যদি পথ মসৃণ নাও হয়, ফিরে আসবেন না। জেনে রাখবেন, যারা ভালোবাসে, তারা ভয় পেতে জানে না।
পূর্ণ হোক হৃদয়
ভালোবাসা নামক সম্পদটি হলো এমন, যা আপনি যতই বিলিয়ে দিন না কেন, তা আরও বাড়তে থাকে। যত বেশি ভালোবাসবেন, হৃদয় ততই প্রসারিত হতে থাকবে। আপনার অল্প একটুখানি ভালোবাসায়ই পরিপূর্ণ হতে পারে পুরো পৃথিবী। আপনি ভালোবেসে যে চারাটি রোপণ করলেন, সেটি বড় হয়ে ফুল ফোটাবে, সুগন্ধে সুরভিত করবে চারপাশ, সে কি আপনার কৃতিত্ব নয়! ভালোবাসা দিবসের ধরাবাঁধা কোনো ছন্দে আটকে না থেকে নিজের মতো করে ভালোবাসতে শিখুন।
যেন আপনার ভালোবাসায় বিমুগ্ধ হয়ে মানুষেরাও আরও বেশি ভালোবাসতে শেখে। এভাবেই পৃথিবীজুড়ে বেড়ে উঠবে ভালোবাসার মায়াবৃক্ষ। তাতে এসে বাসা বাঁধবে নাম না জানা কত ভালোবাসার পাখি, তারই ছায়ায় প্রাণ জুড়াবে ভালোবেসে ক্লান্ত কোনো পথিক!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023