Logo
Logo
×

লাইফ স্টাইল

যেসব উপায়ে তেল ব্যবহার করলে খুশকি কমবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০২:৪৬ পিএম

যেসব উপায়ে তেল ব্যবহার করলে খুশকি কমবে

ছবি: সংগৃহীত

খুশকি একটি সাধারণ সমস্যা যা মাথার ত্বককে শুষ্ক ও চুলকানিযুক্ত করে তোলে। এর ফলে চুলে সাদা আঁশ দেখা যায়, যা দেখতে অস্বস্তিকর হতে পারে। খুশকি কমানোর জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু ও ট্রিটমেন্ট পাওয়া গেলেও, প্রাকৃতিক তেল ব্যবহার করে এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়। তেলের সঠিক ব্যবহার খুশকি দূর করতে এবং মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। কয়েকটি উপায়ে মাথায় তেল ব্যবহার করলে কমতে পারে খুশকি। চলুন জেনে নেই এ সম্পর্কে।

১। একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে ফোটাতে থাকুন। পাতাগুলোর নির্যাস ভালোভাবে তেলের সঙ্গে মিশে যাওয়ার পর মিশ্রণটি ছেঁকে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এভাবে তেল ব্যবহার করুন। 

২। দুই চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে দুই চামচ নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে মাথায় জড়িয়ে রাখুন ১০ মিনিট। এরপর আধা ঘণ্টা অপেক্ষা করে গোসল করে ফেলুন। অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

৩। নারকেল তেলের সঙ্গে  লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান ও ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করবে এবং মাথার ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করবে। এক ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

৪। কয়েকটি কারি পাতা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণে টক দই মিশিয়ে মিশ্রণটি মাথার ত্বকে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন কারি পাতার মাস্ক লাগালে চুলের ঘনত্ব বাড়বে।

৫। খুশকি দূর করতে সপ্তাহে একদিন চুলে গরম নারকেল তেল ম্যাসাজ করুন। পরিমাণ মতো নারতেল তেল বাটিয়ে নিয়ে সামান্য গরম করে ঘষে ঘষে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ২০ মিনিট। তোয়ালে খুলে আরও ১০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

৬। নারকেল তেলের সঙ্গে নিম পাতা ফুটিয়ে চুলের গোড়ায় লাগান। নিয়মিত ব্যবহার করুন এটি।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম