Logo
Logo
×

লাইফ স্টাইল

ভালো আম চেনার উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:১৪ পিএম

ভালো আম চেনার উপায়

ফলের রাজা আম। মৌসুমি এ ফলের স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ সব মিলিয়ে এক কথায় অনন্য। আমে রয়েছে ভিটামিন এ, সি, ফোলেট, ফাইবার, ম্যাগনেশিয়ামের মতো শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। নিয়ম করে খেলে এটি হজমশক্তিও বাড়াতে সাহায্য করে।

তবে, সমস্যা শুরু হয় যখন বাজার থেকে আমরা না জেনে রাসায়নিকযুক্ত ভেজাল আম কিনে আনি। এ ধরণের আম খেলে শরীরের উপকারের বদলে হতে পারে নানা ক্ষতি। তাই ভালো গাছপাকা আম চেনার উপায় জানা জরুরি। চলুন, জেনে নিই কীভাবে বুঝবেন আমটি ভালো।

মাছি বসে কিনা লক্ষ্য করুন

খাঁটি আমে প্রাকৃতিক গন্ধ থাকায় তাতে মাছি বসে। রাসায়নিক মেশানো আমে সাধারণত মাছি বসে না।

রং বেশি উজ্জ্বল নয়

গাছপাকা আমে হালকা সাদাটে ভাব থাকে, রঙ কিছুটা অনিয়মিত হয়। কার্বাইডে পাকানো আম হয় অস্বাভাবিকভাবে উজ্জ্বল ও দাগহীন।

গন্ধে চেনা সুবাস

গাছপাকা আমের বোঁটার কাছ থেকে ঘ্রাণ নিলে পরিচিত মিষ্টি গন্ধ পাওয়া যায়। রাসায়নিক আমে হয় গন্ধই নেই, না-হয় ঝাঁজালো বা কৃত্রিম গন্ধ থাকে।

স্বাদে টক-মিষ্টি ভাব

গাছপাকা আমে থাকে প্রকৃত টক-মিষ্টি স্বাদ ও ঘ্রাণ। রাসায়নিক দেওয়া আম খেলে মনে হবে, স্বাদ নেই, গন্ধও কম।

গোড়ার দিকে গাঢ় রং

প্রাকৃতিকভাবে পাকা আমের গোড়ার দিকে কিছুটা গাঢ় রং দেখা যায়। রাসায়নিকে পাকানো আমের রঙ হয় পুরোই সমান হলদে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম