মেলায় এসেছে মাহমুদ শাওনের ‘শেষ দেখায় জল গড়ায়’
যুগান্তর ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৬:০৬ | অনলাইন সংস্করণ
অমর একুশে বইমেলা-২০২০ এ বের হয়েছে হয়েছে মাহমুদ শাওনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শেষ দেখায় জল গড়ায়’। বিষাদ, মৃত্যু, বিদায়, হাহাকার, শূন্যতা, দ্রোহের ছোঁয়ায় বইটির কবিতাগুলোকে রাঙিয়েছেন কবি।
নিজের কাব্যগ্রন্থের বিষয়ে শাওন মাহমুদ বলেন, ‘বিদায় ব্যাপারটা আমার কখনই পছন্দ ছিল না। পৃথিবীতে বিদায় না থাকলে সম্পর্কগুলো অবিনশ্বর থেকে যেত। যে কোনো সম্পর্ক শেষ হয় এই বিষাদের বিদায় দিয়ে। তাই বিদায়কে আমি আমার মতো করে ‘শেষ দেখায় জল গড়ায়’ বইটির কবিতাগুলোতে প্রকাশ করেছি।’
শেষ দেখায় জল গড়ায় নিয়ে প্রকাশকও বেশ আনন্দিত। বইটি মেলায় আসতে দেরি হওয়ার কারণে দুঃখ প্রকাশ করে প্রকাশক মাহদী আনাম বলেন, ‘মাহমুদ শাওনের বইটা মেলায় একদিন আগে আসলে আমারই লাভ। কিন্তু কারিগরি ত্রুটির কারণে বইটা আসতে বিলম্বিত হয়েছে। বইটি সোহরাওয়ার্দী উদ্যানে ঘাসফুলের প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।’
শামীম আরেফিনের প্রচ্ছদে ‘শেষ দেখায় জল গড়ায়’ বইটি ২৫% ছাড়ে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে মেলায় ৪৬৩ নং স্টলে। তবে পাঠকরা ঘরে বসেই বইটি পেতে পারেন রকমারীর মাধ্যমে।
এছাড়া মাহমুদ শাওনে প্রথম কাব্যগ্রন্থ ‘দখিনের চিলেকোঠায় নরম রোদ’ পাওয়া যাচ্ছে নওরোজ কিতাবিস্তানের স্টলে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেলায় এসেছে মাহমুদ শাওনের ‘শেষ দেখায় জল গড়ায়’
অমর একুশে বইমেলা-২০২০ এ বের হয়েছে হয়েছে মাহমুদ শাওনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শেষ দেখায় জল গড়ায়’। বিষাদ, মৃত্যু, বিদায়, হাহাকার, শূন্যতা, দ্রোহের ছোঁয়ায় বইটির কবিতাগুলোকে রাঙিয়েছেন কবি।
নিজের কাব্যগ্রন্থের বিষয়ে শাওন মাহমুদ বলেন, ‘বিদায় ব্যাপারটা আমার কখনই পছন্দ ছিল না। পৃথিবীতে বিদায় না থাকলে সম্পর্কগুলো অবিনশ্বর থেকে যেত। যে কোনো সম্পর্ক শেষ হয় এই বিষাদের বিদায় দিয়ে। তাই বিদায়কে আমি আমার মতো করে ‘শেষ দেখায় জল গড়ায়’ বইটির কবিতাগুলোতে প্রকাশ করেছি।’
শেষ দেখায় জল গড়ায় নিয়ে প্রকাশকও বেশ আনন্দিত। বইটি মেলায় আসতে দেরি হওয়ার কারণে দুঃখ প্রকাশ করে প্রকাশক মাহদী আনাম বলেন, ‘মাহমুদ শাওনের বইটা মেলায় একদিন আগে আসলে আমারই লাভ। কিন্তু কারিগরি ত্রুটির কারণে বইটা আসতে বিলম্বিত হয়েছে। বইটি সোহরাওয়ার্দী উদ্যানে ঘাসফুলের প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।’
শামীম আরেফিনের প্রচ্ছদে ‘শেষ দেখায় জল গড়ায়’ বইটি ২৫% ছাড়ে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে মেলায় ৪৬৩ নং স্টলে। তবে পাঠকরা ঘরে বসেই বইটি পেতে পারেন রকমারীর মাধ্যমে।
এছাড়া মাহমুদ শাওনে প্রথম কাব্যগ্রন্থ ‘দখিনের চিলেকোঠায় নরম রোদ’ পাওয়া যাচ্ছে নওরোজ কিতাবিস্তানের স্টলে।