অক্ষর যোদ্ধা
আমি অক্ষর যোদ্ধা
সমুদ্রের অতুল গভীরে ডুব দিয়ে
অণু তুলে বানাই পারমাণবিক।
আমি অক্ষরে গড়ি শব্দমালা
যারা অবজ্ঞায় ফেলে মেধা-মনন
সেই সুবিধাবাদীতে ফুটাই বিস্ফোরণ।
আমি অক্ষর যোদ্ধা
প্রতিযোগিতার দিন হারিয়েছে বহুদূর
প্রতারণার নাম নিয়ে নতুন যুগের জয়হুর।
আমি অক্ষরে দেখি বিশ্ব
দু:খিনীর চোখের পলকে খুঁজি স্বপ্ন
মানবতার অমীয় সুধায় সাজাই দগ্ধ।
আমি অক্ষর যোদ্ধা
মুক্তির নেশায় বিদ্রোহী করেছে কারাবরণ
সেই জেল-জুলুম শব্দের হাতুড়ে করি চুরমার।
আমি অক্ষরে খুঁজি স্বাধীনতা
কারও সাধ্য নেই বুকে চালাবে বর্শা
স্মৃতিসৌধে জেগে থাকা একাত্তরের চেতনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অক্ষর যোদ্ধা
আমি অক্ষর যোদ্ধা
সমুদ্রের অতুল গভীরে ডুব দিয়ে
অণু তুলে বানাই পারমাণবিক।
আমি অক্ষরে গড়ি শব্দমালা
যারা অবজ্ঞায় ফেলে মেধা-মনন
সেই সুবিধাবাদীতে ফুটাই বিস্ফোরণ।
আমি অক্ষর যোদ্ধা
প্রতিযোগিতার দিন হারিয়েছে বহুদূর
প্রতারণার নাম নিয়ে নতুন যুগের জয়হুর।
আমি অক্ষরে দেখি বিশ্ব
দু:খিনীর চোখের পলকে খুঁজি স্বপ্ন
মানবতার অমীয় সুধায় সাজাই দগ্ধ।
আমি অক্ষর যোদ্ধা
মুক্তির নেশায় বিদ্রোহী করেছে কারাবরণ
সেই জেল-জুলুম শব্দের হাতুড়ে করি চুরমার।
আমি অক্ষরে খুঁজি স্বাধীনতা
কারও সাধ্য নেই বুকে চালাবে বর্শা
স্মৃতিসৌধে জেগে থাকা একাত্তরের চেতনা।