কবিতার প্রসব বেদনা
কবিতার প্রসব বেদনায় কাতর কবি
দুনিয়ার বেড়াজাল ঠেলে সত্যের তরি,
মনের ভিতর উঁকিঝুঁকি দেয় স্বপ্ন রবি
সাধনায় মিলে যায় ভাগ্যে মুক্তা-মণি।
কাব্যের জনক তুমি পবিত্র বাণী
যত পড়ি মুছে যায় অন্তরের গ্লানি,
দেহের শিরায় জমাট বাঁধা সব ক্লান্তি
হাকিমের নাম নিলেই হারায় ভ্রান্তি।
মানুষ হইয়া জন্মে-ই কয় আশরাফুল
ধরনীর মোহ মায়ার রথে মশগুল,
নিখিল ধরাতে পদে পথে শয়তান
রহিমের গান গাইলে হয় অবসান।
মিনার থেকে আসে রোজ মুক্তির ধ্বনি
তুমি-ই আল-গাফুর জীবন দিয়ে মানি,
হাজারও বিষে কাঁদে যখন বক্ষ গণি
নিশিতে প্রাণিকুলে ডেকে পাই রশ্মি।
আলোর আগমনে হারায় বাতিল বন্দনা
শান্তির খেয়া বসুধায় ফিরে ফুটায় বাসনা,
সুখের জোসনা দেখে পদ্মা করে রন্ধনা
বাংলাজুড়ে চিরতরে মুছে যায় বেদনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কবিতার প্রসব বেদনা
কবিতার প্রসব বেদনায় কাতর কবি
দুনিয়ার বেড়াজাল ঠেলে সত্যের তরি,
মনের ভিতর উঁকিঝুঁকি দেয় স্বপ্ন রবি
সাধনায় মিলে যায় ভাগ্যে মুক্তা-মণি।
কাব্যের জনক তুমি পবিত্র বাণী
যত পড়ি মুছে যায় অন্তরের গ্লানি,
দেহের শিরায় জমাট বাঁধা সব ক্লান্তি
হাকিমের নাম নিলেই হারায় ভ্রান্তি।
মানুষ হইয়া জন্মে-ই কয় আশরাফুল
ধরনীর মোহ মায়ার রথে মশগুল,
নিখিল ধরাতে পদে পথে শয়তান
রহিমের গান গাইলে হয় অবসান।
মিনার থেকে আসে রোজ মুক্তির ধ্বনি
তুমি-ই আল-গাফুর জীবন দিয়ে মানি,
হাজারও বিষে কাঁদে যখন বক্ষ গণি
নিশিতে প্রাণিকুলে ডেকে পাই রশ্মি।
আলোর আগমনে হারায় বাতিল বন্দনা
শান্তির খেয়া বসুধায় ফিরে ফুটায় বাসনা,
সুখের জোসনা দেখে পদ্মা করে রন্ধনা
বাংলাজুড়ে চিরতরে মুছে যায় বেদনা।