আমি তোমারই আশায়
হে নতুন কুঁড়ি!
তোমাকেই বলছি শোনো।
আমি শুধু স্বপ্ন দেখিয়ে গেলাম,
তুমি সেটাকে বাস্তবে রূপান্তর কর।
আমি শুধু আশার বাণী শুনিয়ে গেলাম,
তুমি তাকে বাস্তবায়ন কর।
আমি অনেক কথা রেখে গেলাম,
তুমি তার প্রতিফলন কর।
আমি শুধু ভালোবাসার কথা বলে গেলাম,
তুমি ভালোবেসো।
আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম,
তুমি সাথে থেকো।
আমি সোনার বাংলা গড়তে স্বপ্ন দেখেছি,
তুমি সোনার বাংলা গড়।
আমি ভালো থাকতে চেয়েছিলাম,
তুমি ভালো থেকো।
আমি যা করতে পারিনি,
তুমি তা কর।
আমি আমার দেশকে শত্রুর হাত থেকে ফিরিয়ে এনেছিলাম,
তুমি তাকে ধরে রেখো।
আমি তোমাকে বিশ্বাস করি,
তুমি আমাকে হতাশ কর না।
আমি এখনো আশাবাদী তোমাকে নিয়ে,
তুমি পারবে তাকে সুন্দর করে গড়ে তুলতে।
তোমার প্রতি যে বিশ্বাস আমার ছিল,
সে বিশ্বাস আমার আজও আছে।
আমি তোমাকে সত্যিই ভালোবাসি,
তাইতো বারবার তোমার মাঝে ফিরে আসি।
ইনশাআল্লাহ্, তুমিই পারবে!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমি তোমারই আশায়
হে নতুন কুঁড়ি!
তোমাকেই বলছি শোনো।
আমি শুধু স্বপ্ন দেখিয়ে গেলাম,
তুমি সেটাকে বাস্তবে রূপান্তর কর।
আমি শুধু আশার বাণী শুনিয়ে গেলাম,
তুমি তাকে বাস্তবায়ন কর।
আমি অনেক কথা রেখে গেলাম,
তুমি তার প্রতিফলন কর।
আমি শুধু ভালোবাসার কথা বলে গেলাম,
তুমি ভালোবেসো।
আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম,
তুমি সাথে থেকো।
আমি সোনার বাংলা গড়তে স্বপ্ন দেখেছি,
তুমি সোনার বাংলা গড়।
আমি ভালো থাকতে চেয়েছিলাম,
তুমি ভালো থেকো।
আমি যা করতে পারিনি,
তুমি তা কর।
আমি আমার দেশকে শত্রুর হাত থেকে ফিরিয়ে এনেছিলাম,
তুমি তাকে ধরে রেখো।
আমি তোমাকে বিশ্বাস করি,
তুমি আমাকে হতাশ কর না।
আমি এখনো আশাবাদী তোমাকে নিয়ে,
তুমি পারবে তাকে সুন্দর করে গড়ে তুলতে।
তোমার প্রতি যে বিশ্বাস আমার ছিল,
সে বিশ্বাস আমার আজও আছে।
আমি তোমাকে সত্যিই ভালোবাসি,
তাইতো বারবার তোমার মাঝে ফিরে আসি।
ইনশাআল্লাহ্, তুমিই পারবে!