নবীসঙ্গীদের নিয়ে গল্পের বই ‘অনুপম সাহাবা’
যুগান্তর ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৭:০২ | অনলাইন সংস্করণ
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩- এ প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী আলেম সাংবাদিক মাসউদুল কাদিরের ‘অনুপম সাহাবা’। অনুপম সাহাবা নবীসঙ্গীদের নিয়ে লেখা গল্পের বই। এটি ছোটদের সাহাবা গল্প সিরিজের তৃতীয় বই।
বইটির প্রচ্ছদ করেছেন খালিদ হোসাইন নাসিম। প্রকাশ করেছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স। পাওয়া যাচ্ছে বইমেলা ১৫৭ নম্বর স্টলে। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইটি সম্পর্কে বলা হয়েছে, শিশুদের উজ্জীবিত করবে এই বই। শিশু খোরাকের অনন্য সোপান বইটি। সত্য ও সুন্দর গল্প দিয়ে বইটি তৈরী করেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী আলেম সাংবাদিক মাসউদুল কাদির। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর প্রিয় সাহাবাদের নিয়ে গল্প। গল্পগুলো শিশুদের সত্য উপলব্ধি করতে সহায়তা করবে। আনন্দ দেওয়ার মতো এ গল্পই শিশুমনে এঁকে দেবে সত্যযুগের প্রতি একান্ত ভালোবাসা। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্পে গল্পে কথা বলেছেন সময়ের কথাসাহিত্যিক মাসউদুল কাদির।
নবীজীর প্রিয় সাহাবা হজরত ওমর, হজরত আবু উবায়দা, হজরত হানযালা (রা.)সহ অনেক সাহাবীর গল্প আছে বইটিতে। ‘অনুপম সাহাবা’ বইটি শিশুদের মনের খোরাক হবে বলেই আশাবাদী।
প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার নয়া স্বাদ আছে বইটিতে। আজকের শিশু আগামী দিনের আগামী হিসেবে সাহাবা গল্প পাঠের বিকল্প নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নবীসঙ্গীদের নিয়ে গল্পের বই ‘অনুপম সাহাবা’
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩- এ প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী আলেম সাংবাদিক মাসউদুল কাদিরের ‘অনুপম সাহাবা’। অনুপম সাহাবা নবীসঙ্গীদের নিয়ে লেখা গল্পের বই। এটি ছোটদের সাহাবা গল্প সিরিজের তৃতীয় বই।
বইটির প্রচ্ছদ করেছেন খালিদ হোসাইন নাসিম। প্রকাশ করেছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স। পাওয়া যাচ্ছে বইমেলা ১৫৭ নম্বর স্টলে। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইটি সম্পর্কে বলা হয়েছে, শিশুদের উজ্জীবিত করবে এই বই। শিশু খোরাকের অনন্য সোপান বইটি। সত্য ও সুন্দর গল্প দিয়ে বইটি তৈরী করেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী আলেম সাংবাদিক মাসউদুল কাদির। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর প্রিয় সাহাবাদের নিয়ে গল্প। গল্পগুলো শিশুদের সত্য উপলব্ধি করতে সহায়তা করবে। আনন্দ দেওয়ার মতো এ গল্পই শিশুমনে এঁকে দেবে সত্যযুগের প্রতি একান্ত ভালোবাসা। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্পে গল্পে কথা বলেছেন সময়ের কথাসাহিত্যিক মাসউদুল কাদির।
নবীজীর প্রিয় সাহাবা হজরত ওমর, হজরত আবু উবায়দা, হজরত হানযালা (রা.)সহ অনেক সাহাবীর গল্প আছে বইটিতে। ‘অনুপম সাহাবা’ বইটি শিশুদের মনের খোরাক হবে বলেই আশাবাদী।
প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার নয়া স্বাদ আছে বইটিতে। আজকের শিশু আগামী দিনের আগামী হিসেবে সাহাবা গল্প পাঠের বিকল্প নেই।