কবি শামস কালামের ‘চায়ের কাপে রোদ্দুর'-এর মোড়ক উন্মোচন
jugantor
কবি শামস কালামের ‘চায়ের কাপে রোদ্দুর'-এর মোড়ক উন্মোচন

  যুগান্তর প্রতিবেদন  

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০২:২১  |  অনলাইন সংস্করণ

অমর একুশে বইমেলায় সোমবার আমেরিকা প্রবাসী কবি শামস কালামের প্রথম একক অনু কবিতার বই ‘চায়ের কাপে রোদ্দুর'-এর মোড়ক উন্মোচন হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একুশে পদকপ্রাপ্ত বিখ্যাত বাচিক শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ ও অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অভিনয় শিল্পী, নাট্যরচয়িতা ও নাট্যনির্দেশক শংকর সাওজাল, বিশিষ্ট রন্ধনশিল্প আফরোজা নাজনীন সুমি, রিটায়ার্ড এডিশনাল সেক্রেটারি গীতিকার শামসুদ্দিন আহমেদ, ইসলামিক ফাইনান্সের এমডি মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (অব.) মীর আলি রেজা, কেয়ার বাংলাদেশের টিম লিডার ডা. সাগর খান।

এছাড়া অনুষ্ঠানে লেখক মাহবুবা বেগম, জুয়েল হাজারী, নিশাত জেসমিন, আসমা বিনতে কাদের, মোহাম্মদ শোয়েব উদ্দিন, মোজাম্মেল হক নুর ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

কবি শামস কালাম চার দশকেরও বেশি সময় ধরে আমেরিকাতে বসবাস করছেন। পেশায় একজন আইটি বিশেষজ্ঞ।

বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৫৬৩নং স্টল মুক্তমঞ্চ লাগোয়া সৌম্য প্রকাশনী ও লিটল ম্যাগাজিনের ১৩৮নং স্টলে।

মেলা শেষেও পাওয়া যাবে সৌম্য প্রকাশনী ৫০ বেসমেন্ট, কনকর্ড টাওয়ার, কাঁটাবন ঢাকাতে। বইটির মূল্য ১৮০ টাকা, প্রচ্ছদ এঁকেছেন শবনম সুবহা।

কবি শামস কালামের ‘চায়ের কাপে রোদ্দুর'-এর মোড়ক উন্মোচন

 যুগান্তর প্রতিবেদন 
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০২ পিএম  |  অনলাইন সংস্করণ

অমর একুশে বইমেলায় সোমবার আমেরিকা প্রবাসী কবি শামস কালামের প্রথম একক অনু কবিতার বই ‘চায়ের কাপে রোদ্দুর'-এর মোড়ক উন্মোচন হয়েছে।  

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একুশে পদকপ্রাপ্ত বিখ্যাত বাচিক শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ ও অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অভিনয় শিল্পী, নাট্যরচয়িতা ও নাট্যনির্দেশক শংকর সাওজাল, বিশিষ্ট রন্ধনশিল্প আফরোজা নাজনীন সুমি, রিটায়ার্ড এডিশনাল সেক্রেটারি গীতিকার শামসুদ্দিন আহমেদ, ইসলামিক ফাইনান্সের এমডি মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (অব.) মীর আলি রেজা, কেয়ার বাংলাদেশের টিম লিডার ডা. সাগর খান। 

এছাড়া অনুষ্ঠানে লেখক মাহবুবা বেগম, জুয়েল হাজারী, নিশাত জেসমিন, আসমা বিনতে কাদের, মোহাম্মদ শোয়েব উদ্দিন, মোজাম্মেল হক নুর ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। 

কবি শামস কালাম চার দশকেরও বেশি সময় ধরে আমেরিকাতে বসবাস করছেন। পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। 

বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৫৬৩নং স্টল মুক্তমঞ্চ লাগোয়া সৌম্য প্রকাশনী ও লিটল ম্যাগাজিনের ১৩৮নং স্টলে। 

মেলা শেষেও পাওয়া যাবে সৌম্য প্রকাশনী ৫০ বেসমেন্ট, কনকর্ড টাওয়ার, কাঁটাবন ঢাকাতে। বইটির মূল্য ১৮০ টাকা, প্রচ্ছদ এঁকেছেন শবনম সুবহা।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : বইমেলা-২০২৩

২৫ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ফেব্রুয়ারি, ২০২৩