৫০ পেরিয়ে খান মাহবুব 

 সাংস্কৃতিক প্রতিবেদক  
০৫ মে ২০২৩, ১১:০২ পিএম  |  অনলাইন সংস্করণ

সংকলন প্রকাশ ও আলোচনার মধ্য দিয়ে লেখক ও গবেষক খান মাহবুবের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে খান মাহবুব ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদ। 

শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- কবি আসাদ মান্নান, বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিঞা, কবি অসীম সাহা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান, ব্যুরো বাংলাদেশ চেয়ারম্যান ইউসুফ খান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে বক্তারা খান মাহবুবের বহুমাত্রিক কর্মের দিক তুলে ধরেন। তারা বলেন, খান মাহবুব একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে তিনি একজন সংগঠক, শিক্ষক ও লেখক। মানুষ হিসেবেও তিনি অসাধারণ একজন। তার তুলনা শুধু তিনি নিজেই। নিজের প্রতিভা দিয়ে তিনি সমাজকে আরও আলোকিত করবেন বলেই আমরা আশা করছি।
 
অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘খান মাহবুব ৫০ পেরিয়ে’ শীর্ষক সংকলন। এতে খান মাহবুবের জীবন ও কর্ম নিয়ে লিখেছেন শিল্প ও সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনরা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন