রয়েল পাবলিকেশনের গুণীজন ও সাহিত্য সম্মাননা পেলেন ২০ জন

 যুগান্তর প্রতিবেদন 
৩১ মে ২০২৩, ০৯:২১ পিএম  |  অনলাইন সংস্করণ

রয়েল পাবলিকেশন আয়োজিত গুণীজন ও সাহিত্য সম্মাননা-২০২৩ পেয়েছেন বিভিন্ন সেক্টারের ২০ জন মেধাবী। গত ২৬ মে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মেধাবীতের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। 

রয়েল পাবলিকেশনের প্রকাশক মো. মনিরুল ইসলাম (রয়েল) এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম কে জাকির হাসান। 

অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, গেস্ট অব অনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, শিশুসাহিত্যিক রহীম শাহ ও রয়েল পাবলিকেশন এর প্রধান উপদেষ্টা সায়রা সুলতানা অপু। 

বিভিন্ন ক্ষেত্রে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন- পত্রকাব্যে খায়রুননেসা রিমি, যৌথ কাব্যগ্রন্থে এম কে জাকির হাসান, কবিতায় মারজিয়া পপি, আব্দুল্লাহ আর রাফি, অধ্যাপক রোকেয়া বেগম, নূরজাহান বেগম শিল্পী, জীতেন্দ্র জ্যোতি, মরিয়ম আকতার বিউটি ও মুহাম্মদ সেলিম রেজা। 

শিশুতোষ ছড়া-কবিতায় শেখ আমিরুল ইসলাম, ছোটগল্পে খায়রুননেসা রিমি,গল্পগ্রন্থে শাহ্ কামাল ও মো. হাসান বসরী, উপন্যাসিকায় নাজমুল হুসাইন,সামাজিক উপন্যাসে সাবরীনা ইসলাম নীড়, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসে মো. মনিরুল ইসলাম(রয়েল), সমকালীন উপন্যাসে সালমান পারভেজ সবুজ, প্রচ্ছদ শিল্পী হিসেবে সম্মাননা পেয়েছেন রওশন আরা তাবাসসুম, মো. শাহাদাত হোসেন ও সাহাদাত হোসেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন