
ফলো করুন |
|
---|---|
তুমি ছিলে তপ্ত নিঃশ্বাসের অন্তরীক্ষে জমে থাকা
একটি অশ্রুজল—অলৌকিক, দিগন্তপ্লাবী।
তোমার না-থাকার ভারে নক্ষত্রেরা আজ নির্বাক,
প্রজ্ঞার আঙিনায় লেগেছে দহনপ্রবাহ।
তোমার প্রস্থান এক অনাহূত অস্তিত্বচ্যুতি—
যেখানে শব্দেরা ম্লান, চিন্তারা ক্লান্ত,
এবং হৃদয়ের গহীনে জন্ম নেয় মৌন বিষাদ।
কে যেন বলে: তুমি নেই, অথচ ছায়া হয়ে রয়ে গেলে
প্রতিটি অনুচ্চারিত বাক্যাংশে।
তোমার অবয়ব ছিলো সৃষ্টির অন্বিত স্বরূপ,
তোমার কণ্ঠে ঝরে পড়ত দার্শনিক মৌনতার ব্যাখ্যা।
তুমি ছিলে অস্তিত্বের এক অন্তর্লীন প্রশ্ন,
যার উত্তর কেবল সময় জানে, অথবা—জানে না কেহই।
এখন দিনরাত্রির বিভাজনে
তোমার ছায়া খোঁজে অন্ধ তবু প্রাজ্ঞ আত্মা,
ক্লান্ত প্রহরেরা মাথা নত করে
তোমার ঋদ্ধ নিস্পৃহতার সামনে।
লেখক: প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বিজিবি সদর দপ্তর, পিলখানা, ঢাকা