ইরাকের নির্বাচন: প্রধানমন্ত্রী সুদানির নেতৃত্বাধীন জোট এগিয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সমর্থকরা তার প্রতিকৃতি প্রদর্শনকারী পর্দার সামনে জাতীয় পতাকা উড়াচ্ছেন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
বুধবার কমিশন জানিয়েছে, মঙ্গলবারের নির্বাচনে সুদানির জোট ১৩ লাখ ১৭ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছে।
এর আগে রয়টার্স নির্বাচন কমিশনের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছিল, প্রাথমিক গণনায় প্রথম স্থানে রয়েছে সুদানির নেতৃত্বাধীন জোট।
এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে থাকার আশা করছেন সুদানি। কিন্তু মোহভঙ্গ হওয়া বহু তরুণ এ নির্বাচনকে ইরাকের তেল সম্পদ ভাগাভাগি করার জন্য প্রতিষ্ঠিত দলগুলোর একটি বাহন হিসেবে দেখে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
ইরাকের ৩২৯ সদস্যের আইনসভায় এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারে না। তাই দলগুলোকে ক্ষমতায় যাওয়ার জন্য জোট গঠন করতে হয়। উত্তেজনা ও সমস্যাপূর্ণ এ প্রক্রিয়ায় সরকার গঠন করতে গিয়ে প্রায়ই মাসের পর মাস লেগে যায়।
বুধবার সকালে ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ৫৬ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

