Logo
Logo
×

লাইফ স্টাইল

বদলাচ্ছে সঙ্গীকে প্রমিস করার রীতি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম

বদলাচ্ছে সঙ্গীকে প্রমিস করার রীতি

ছবি: সংগৃহীত

তোমাকেই আমি ভালোবাসি। সত্যি, সত্যি, সত্যি— তিন সত্যি। ভালোবাসা বোঝাতে সেই দেবদাসের যুগ থেকেই এই তিন সত্যি বলে প্রমিস করার কায়দা চলে আসছে যুগ যুগ ধরে। তবে এখন সেই যুগ আর নেই। এখন ডিজিটাল যুগ। এখন সময় বদলেছে। এই প্রমিস করার রীতি এখন আর নেই, বদলে গেছে। 

আইফোনের যুগে প্রমিস এখন গ্রাফিক্স কার্ডে বা গুগলে ছড়ানো নানা ভারি ভারি বক্তব্য। প্রমিস ডেতে এসব ব্যবহার করতেই পারেন, তবে প্রিয় মানুষকে দুম করে প্রমিস করার আগে অবশ্যই খেয়াল রাখুন কিছু বিষয়।

প্রথমত প্রমিস করার কায়দা নিয়ে বেশি কিছু ভাববেন না। বরং কী প্রমিস করছেন, সেটিকে গুরুত্ব দিন। এমন কোনো প্রমিস করবেন না, যা পরে ভাঙতে হতে পারে। এ ক্ষেত্রে সঙ্গীকে স্বপ্নের জোয়ারে না ভাসানোই ভালো। আবেগে কোনো কিছু না বলে, সবকিছু সুস্থ মস্তিষ্কে ভেবেচিন্তে স্বাভাবিক নিয়মে প্রমিস করার কথা ভাবুন।

দ্বিতীয়ত প্রেমে পড়েই অনেকে সারাজীবন একসঙ্গে থাকার প্রমিস করে ফেলেন। বলা সহজ হলেও, কাজটি খুবই কঠিন। তাই প্রমিস করার আগে ভাবুন এবং সময় নিন। বরং সম্পর্কে থেকে কেউ কাউকে ধোঁকা দেবেন না— এই প্রমিসই করুন। মনের সব কথা শেয়ার করবেন। তা হলেই প্রেমের সময় হবে দীর্ঘ।

তৃতীয়ত দুম করে প্রেমে পড়া যায়। কিন্তু প্রেম টিকিয়ে রাখাটাই আসল কেরামতি। তাই প্রমিস ডে-তে মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে, বরং মন খুলে সত্যি কথা বলুন।

চতুর্থত প্রমিস ডে-তে প্ল্যান করুন ভবিষ্যতের৷ একসঙ্গে মিলে সেই প্ল্যানকে বাস্তবায়িত কীভাবে করবেন, সেটিই হোক প্রমিস ৷

পঞ্চমত সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন ৷ তাই প্রেম যদি সত্যিই করে থাকেন, তবে তা স্বীকার করতে লজ্জা পাবেন না। বরং এদিনটা মন খুলে প্রিয় মানুষকে জানিয়ে দিন— আপনি তাকেই ভালোবাসেন। 

সুখের সময়ে অনেককেই সঙ্গে পাবেন। আপনার প্রিয় মানুষ যদি আপনার কঠিন সময়ে পাশে থাকে, তাহলে তা আশীর্বাদ। প্রমিস ডে-তে প্রিয় মানুষকে এ কথাটাই জানিয়ে দিন যে, যে কোনো পরিস্থিতিতে আপনার পাশেই থাকবেন তিনি। আর আপনিও থাকবেন তার পাশে। 

টিপস

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম