Logo
Logo
×

লাইফ স্টাইল

যেসব কারণে বাচ্চারা অন্যমনস্ক হয়ে যায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০২:৫৩ পিএম

যেসব কারণে বাচ্চারা অন্যমনস্ক হয়ে যায়

ছবি: সংগৃহীত

বাচ্চারা হাতেপায়ে দুরন্ত। বাড়িময় তাদের দুরন্তপনার নির্দশনও ছড়িয়ে-ছিটিয়ে থাকে। তাতে বাবা-মায়েরা মাঝেমধ্যেই অতিষ্ট হয়ে পড়েন। আর এই পরিস্থিতে কীভাবে সন্তানকে সামলাবেন বুঝতে পারেন না অনেকেই। 

তবে দুষ্টু সন্তানকে সামলাতে নাজেহাল হলেও, শিশুকে চোখের সামনে চঞ্চলতা করতে দেখে মনে মনে অভিভাবকেরা খুশিও হন। কিন্তু সন্তানের মানসিক চঞ্চলতা ভাবায় অভিভাবককে। কম বয়সে অন্যমনস্ক থাকে অনেকেই। তবে কী কী কারণে অন্যমনস্ক হতে পারে শিশু? চলুন জেনে নেই এ সম্পর্কে।

১) বাড়ন্ত বয়সে শুধু শরীর নয়, শিশুর মানসিক বিকাশের জন্যেও সঠিক পুষ্টি জরুরি। পর্যাপ্ত পুষ্টির অভাবেও মানসিক চঞ্চলতা তৈরি হতে পারে। তাই শিশু সঠিক পুষ্টি পাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখা জরুরি। খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও দরকার শিশুর। অন্যমনস্ক হওয়ার সেটাও একটা কারণ।

২) বাচ্চারা ‘অ্যাটেনশন সিকার’। অন্যের নজর, গুরুত্ব পেতে চায়। তারা সব সময় চায় অন্যকে তাদের প্রাধান্য দেওয়া হোক। সেটা না হলেও অনেক সময় মনোসংযোগ নষ্ট হয়। তাই বাচ্চাকে সময় দিচ্ছেন তো? একটা বয়স পর্যন্ত তার কর্মকাণ্ডকে প্রাধান্য দিলে এমন সমস্যা হওয়ার কথা নয়।

৩) বাড়ির পরিবেশ জটিল হলে কিংবা বাড়ির সদস্যদের সব সময় ঝগড়া-ঝামেলা করতে দেখে কিংবা বাবা-মায়ের সম্পর্কে সমস্যা সন্তানকে অমনোযোগী করে তোলে। তা ছাড়া ছোটখাটো অনেক ঘটনাও শিশুর মনে প্রভাব ফেলে। তাই ছোটদের সামনে এমন কিছু করা উচিত নয়, যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়।

অন্যমনস্ক বাচ্চা টিপস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম