খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা নজরুল গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ব্যাব-২ এর একটি দল। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মোহাম্মদপুর এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।