Logo
Logo
×

অন্যান্য

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দাবি

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিতে ৬ দফা দাবি জানিয়েছে ‘বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন’। 

বুধবার রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ মুখ ও দাঁতের চিকিৎসা। এই সেবাদানের সঙ্গে জড়িত ডেন্টাল সার্জনরা। কিন্তু দন্ত চিকিৎসকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। একটি উপজেলার প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসাসেবায় মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন রয়েছেন। জেলা সদর হাসপাতালগুলোতে একই চিত্র।

বক্তারা বলেন, প্রারম্ভিক পদের স্বল্পতা এবং বিসিএস ডেন্টাল ক্যাডারে অ্যান্ট্রি লেভেলের পদগুলো ফাঁকা থাকছে। এরপরও প্রত্যেক বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদের জন্য নিয়মিত বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। এতে একদিকে যেমন প্রান্তিক জনগোষ্ঠী মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিবছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাশ করা ৮ শতাধিক ডেন্টাল সার্জন বেকারত্বের ফলে হতাশায় হয়ে পড়ছেন। 

সংবাদ সম্মেলনে ৬টি দাবি জানানো হয়। এগুলো হলো- প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যূনতম ৫টি এবং জেলা সদর হাসপাতালে ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করে প্রারম্ভিক পদের সংখ্যা বাড়াতে হবে। আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। বিসিএস ডেন্টাল ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে চলমান বৈষম্য দূর করে অন্যান্য ক্যাডারের মতো দন্ত চিকিৎসকদের নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে। ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে। রাজশাহী-চট্টগ্রামসহ সব ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে। সর্বোপরি মুখ ও দাঁতের চিকিৎসায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সবার জন্য স্বাস্থ্য’ অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. কে এম আবদুল্লাহ আল হারুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সহকারী অধ্যাপক ডা. হায়দার আলী খান। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সহআইনবিষয়ক সম্পাদক ডা. তাশরিফ আহমেদ ও ডা. নাবিলা। এ সময় অর্ধশতাধিক দন্ত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ডেন্টাল সার্জন বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম