Logo
Logo
×

অন্যান্য

৩ শতাধিক হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

৩ শতাধিক হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায়

ছবি: সংগৃহীত

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম ফিরতি ফ্লাইটে ৩৭৭ জন হাজি দেশে পৌঁছেছেন।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ হাজিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজের প্রথম ফিরতি ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় সোমবার দিবাগত (৯ জুন) রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন মোট ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯০৪ জন হাজি দেশে ফিরবেন। এর মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সৌদিয়ার পাঁচটি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

চলতি বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে মোট ৮৬ হাজার ৯৫৮ জন সৌদি আরব যান। ২২২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম