Logo
Logo
×

জাতীয়

বিএইচআরএফর সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

বিএইচআরএফর সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন আর নেই

বিএইচআরএফর সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিন আর নেই। শনিবার (১৮ অক্টোবর) বিকালে মারা যান তিনি।

জানা গেছে, শুক্রবার বিকেলে বাসায় বসে বুকে ব্যথা অনুভব করছিলেন মানখিন। পরিবারের লোকজন দ্রুত রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যান। শনিবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

শোক বার্তায় বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেল বলেন, সাংবাদিক নিখিল মানখিন আমাদের পরিবারের সদস্য ছিলেন। তার প্রস্থানের শূন্যতা কখনোই পূরণ হবে না। তার মৃত্যুতে বিএইচআরএফের সদস্যরা গভীরভাবে শোকাহত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম