Logo
Logo
×

জাতীয়

নিজ দেশে ফিরলেন ভারত-বাংলাদেশের ৮৫ জেলে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

নিজ দেশে ফিরলেন ভারত-বাংলাদেশের ৮৫ জেলে

ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের কোস্টগার্ডের হাতে আটক ৮৫ জেলে নিজ নিজ দেশে ফিরে গেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে বঙ্গোপসাগরের দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় পারস্পরিক প্রত্যাবাসনের মাধ্যমে এই জেলেদের দেশে ফেরত পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন ভারতে আটক ৩২ জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। একই সময়ে বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় জেলেকে তাদের দেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া আন্তর্জাতিক সমুদ্রসীমায় হস্তান্তরের পাশাপাশি শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আরও ছয়জন বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় কোস্টগার্ড একটি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার নৌযান ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় মালিকানাধীন তিনটি মাছ ধরার নৌযান তাদের কাছে হস্তান্তর করেছে।

এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম