যুগান্তর রিপোর্ট ১৩ নভেম্বর ২০১৮, ১৪:২৭ | অনলাইন সংস্করণ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সাজাপ্রাপ্তরা নির্বাচন করতে পারবেন না। সংবিধানে সেটি স্পষ্টভাবে বলা আছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, মন্ত্রীরা নির্বাচনকালীন সরকারের কাজ করছে। এখন শুধু ফাইল সই করা হচ্ছে।
তিনি বলেন, সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে মনে করি আমি। নির্বাচন পিছিয়ে ইসি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
ভোটকেন্দ্রে মিডিয়া থাকবে না-এটি ইসির সিদ্ধান্ত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাদের রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯