বিভাগীয় শহর হলেই সিটি কর্পোরেশন হবে ফরিদপুর
যুগান্তর রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৯:০৯:৫৩ | অনলাইন সংস্করণ
শর্ত সাপেক্ষে ফরিদপুরকে সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভাগ হলে সেখানে সিটি কর্পোরেশন করা হবে-এই শর্ত দিয়ে সোমবার ফরিদপুরকে সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
ফরিদপুর সিটি কর্পোরেশন হলে এটি হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত নিকারের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আজ মন্ত্রিসভার বৈঠকও হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভা ও নিকারের সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, এখন থেকে বিভাগীয় শহর ছাড়া আর নতুন করে সিটি কপোর্রেশন হবে না।
আজকের সভায় নতুন করে সাতটি থানা ও একটি পৌরসভার অনুমোদন দেয়া হয়।
নতুন থানাগুলো হবে পদ্মা সেতুর উত্তর পাশে পদ্মা উত্তর এবং পদ্মা সেতুর দক্ষিণ পাশে পদ্মা দক্ষিণ নামে।
অন্য থানাগুলোর মধ্যে নোয়াখালীর ভাসানচর, ঠাকুরগাঁওয়ের বুল্লী, চুয়াডাঙ্গার দর্শনা, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া এবং কক্সবাজারের ঈদগাহ।
নতুন পৌরসভাটি হবে সিলেটের বিশ্বনাথ। এ ছাড়া আজকে নিকারের সভায় কয়েকটি পৌরসভার এলাকা সম্প্রসারণ ও সংকোচন করা হয়েছে।
আজকের মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৮-১৯ অর্থবছরে কার্যাবলি–সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিভাগীয় শহর হলেই সিটি কর্পোরেশন হবে ফরিদপুর
শর্ত সাপেক্ষে ফরিদপুরকে সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভাগ হলে সেখানে সিটি কর্পোরেশন করা হবে-এই শর্ত দিয়ে সোমবার ফরিদপুরকে সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
ফরিদপুর সিটি কর্পোরেশন হলে এটি হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত নিকারের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আজ মন্ত্রিসভার বৈঠকও হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভা ও নিকারের সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, এখন থেকে বিভাগীয় শহর ছাড়া আর নতুন করে সিটি কপোর্রেশন হবে না।
আজকের সভায় নতুন করে সাতটি থানা ও একটি পৌরসভার অনুমোদন দেয়া হয়।
নতুন থানাগুলো হবে পদ্মা সেতুর উত্তর পাশে পদ্মা উত্তর এবং পদ্মা সেতুর দক্ষিণ পাশে পদ্মা দক্ষিণ নামে।
অন্য থানাগুলোর মধ্যে নোয়াখালীর ভাসানচর, ঠাকুরগাঁওয়ের বুল্লী, চুয়াডাঙ্গার দর্শনা, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া এবং কক্সবাজারের ঈদগাহ।
নতুন পৌরসভাটি হবে সিলেটের বিশ্বনাথ। এ ছাড়া আজকে নিকারের সভায় কয়েকটি পৌরসভার এলাকা সম্প্রসারণ ও সংকোচন করা হয়েছে।
আজকের মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৮-১৯ অর্থবছরে কার্যাবলি–সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।