মোহাম্মদ নাসিম: ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।
রাজশাহী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এক শোকবার্তায় বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ হারাল তার এক যোগ্য সন্তানকে আর উত্তরবঙ্গের মানুষ হারাল তাদের প্রিয় অভিভাবককে। মোহাম্মদ নাসিমের এই শূন্যতা পূরণ হওয়ার নয়।
এ দিকে নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা ছাড়াও ওমর ফারুক চৌধুরী এমপি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, আয়েন উদ্দিন এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন। শোকবার্তায় তারা মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
