করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৩৩, আক্রান্ত ২৬৫৪
যুগান্তর রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৪:৪৮:০৮ | অনলাইন সংস্করণ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ২৬৭ জনে।
বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য মিলেছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে ১১ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৫ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি।
‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।’
নাসিমা সুলতানা বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী আট জন।
‘এ পর্যন্ত দুই হাজার ৫৭৪ জন পুরুষ মারা গেছেন ও নারী ৬৯৩ জন। মৃতদের মধ্যে ৭৮ দশমিক ৭৯ শতাংশ পুরুষ, আর ২১ দশমিক ২১ শতাংশ নারী।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৩৩, আক্রান্ত ২৬৫৪
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ২৬৭ জনে।
বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য মিলেছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে ১১ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৫ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি।
‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।’
নাসিমা সুলতানা বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী আট জন।
‘এ পর্যন্ত দুই হাজার ৫৭৪ জন পুরুষ মারা গেছেন ও নারী ৬৯৩ জন। মৃতদের মধ্যে ৭৮ দশমিক ৭৯ শতাংশ পুরুষ, আর ২১ দশমিক ২১ শতাংশ নারী।’