সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল
jugantor
সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

  যুগান্তর রিপোর্ট  

১৯ আগস্ট ২০২০, ১৩:২০:৫০  |  অনলাইন সংস্করণ

সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

করোনা মহামারীতে দীর্ঘদিন আদালত বন্ধের পটভূমিতে চলতি বছরে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বুধবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। চলতি বছর সুপ্রিমকোর্টের বর্ষপঞ্জিতে ৩১ আগস্ট থেকে সাপ্তাহিক ছুটিসহ পুরো সেপ্টেম্বর অবকাশকালীন ছুটি ছিল।

অক্টোবরের প্রথমে সাপ্তাহিক ছুটিসহ ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবকাশের পর মাসের শেষ দিকে ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আবার টানা পাঁচ দিনের ছুটি ছিল।

১ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির বাইরে একদিন সরকারি ছুটি রয়েছে ক্যালেন্ডারে।

এর পর সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটির ঘোষণা ছিল।

করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে এক মাসের বেশি সময় আদালত সম্পূর্ণ বন্ধ থাকায় অবকাশকালীন ছুটি বাতিলের আহ্বান জানিয়েছিল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

সার্বিক পরিস্থিতি নিয়ে গত ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিকে নিয়ে অনুষ্ঠিত সভায় তা বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, গত ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিমকোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

 যুগান্তর রিপোর্ট 
১৯ আগস্ট ২০২০, ০১:২০ পিএম  |  অনলাইন সংস্করণ
সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল
ছবি: সংগৃহীত

করোনা মহামারীতে দীর্ঘদিন আদালত বন্ধের পটভূমিতে চলতি বছরে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 

বুধবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। চলতি বছর সুপ্রিমকোর্টের বর্ষপঞ্জিতে ৩১ আগস্ট থেকে সাপ্তাহিক ছুটিসহ পুরো সেপ্টেম্বর অবকাশকালীন ছুটি ছিল।

অক্টোবরের প্রথমে সাপ্তাহিক ছুটিসহ ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবকাশের পর মাসের শেষ দিকে ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আবার টানা পাঁচ দিনের ছুটি ছিল।

১ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির বাইরে একদিন সরকারি ছুটি রয়েছে ক্যালেন্ডারে।

এর পর সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটির ঘোষণা ছিল। 

করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে এক মাসের বেশি সময় আদালত সম্পূর্ণ বন্ধ থাকায় অবকাশকালীন ছুটি বাতিলের আহ্বান জানিয়েছিল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। 

সার্বিক পরিস্থিতি নিয়ে গত ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিকে নিয়ে অনুষ্ঠিত সভায় তা বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, গত ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিমকোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

২৮ মে, ২০২৩
আরও খবর