কে হচ্ছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী?
শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শূন্য হওয়া ধর্ম প্রতিমন্ত্রীর পদে শিগগিরই নতুন মুখ আসতে পারে। বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।
গত ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে শেখ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলে ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তার মৃত্যুর পর পদটি এখন শূন্য।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব কাকে দেয়া হতে পারে- তা এখন অনেকটাই নিশ্চিত। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দেয়ার বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারে থাকায় এ বিষয়ে সরাসরি কেউ মুখ খুলছেন না।
ধর্ম মন্ত্রণালয়ের শূন্যস্থানে কাকে বসানো হবে তা নিয়ে ইতোমধ্যে বেশকিছু নাম আলোচনায় এসেছে।
এর মধ্যে ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, ঝালকাঠি-১ আসনের বজলুল হক হারুন, চট্টগাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী এবং চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি এতদিন আলোচনায় ছিলেন।
তবে সব আলোচনা ছাপিয়ে আলোচনায় এসেছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল। শেখ আব্দুল্লাহর পরে তিনিই ধর্ম প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে সোমবার গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা সোমবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, ‘আমরাও বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এখনও কোনো অফিসিয়াল নির্দেশনা আসেনি’।
ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতোমধ্যে ফরিদুল হক খান দুলালকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
এ গুঞ্জন সত্য হলে এ মেয়াদে সরকারের মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যোগ দেবেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
গত বছর ১৩ জুলাই সর্বশেষ মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ওই দিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আর প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হন। তারপর মন্ত্রিসভায় আর নতুন কেউ যুক্ত হননি। কোনো রদবদলও হয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে। ওই দিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে ৪৭ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৮।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কে হচ্ছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী?
শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শূন্য হওয়া ধর্ম প্রতিমন্ত্রীর পদে শিগগিরই নতুন মুখ আসতে পারে। বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।
গত ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে শেখ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলে ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তার মৃত্যুর পর পদটি এখন শূন্য।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব কাকে দেয়া হতে পারে- তা এখন অনেকটাই নিশ্চিত। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দেয়ার বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারে থাকায় এ বিষয়ে সরাসরি কেউ মুখ খুলছেন না।
ধর্ম মন্ত্রণালয়ের শূন্যস্থানে কাকে বসানো হবে তা নিয়ে ইতোমধ্যে বেশকিছু নাম আলোচনায় এসেছে।
এর মধ্যে ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী, ঝালকাঠি-১ আসনের বজলুল হক হারুন, চট্টগাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী এবং চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি এতদিন আলোচনায় ছিলেন।
তবে সব আলোচনা ছাপিয়ে আলোচনায় এসেছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল। শেখ আব্দুল্লাহর পরে তিনিই ধর্ম প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে সোমবার গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা সোমবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, ‘আমরাও বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এখনও কোনো অফিসিয়াল নির্দেশনা আসেনি’।
ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতোমধ্যে ফরিদুল হক খান দুলালকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
এ গুঞ্জন সত্য হলে এ মেয়াদে সরকারের মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে যোগ দেবেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
গত বছর ১৩ জুলাই সর্বশেষ মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। ওই দিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আর প্রতিমন্ত্রী ইমরান আহমদ পদোন্নতি পেয়ে মন্ত্রী হন। তারপর মন্ত্রিসভায় আর নতুন কেউ যুক্ত হননি। কোনো রদবদলও হয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ৭ জানুয়ারি আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে। ওই দিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী নিয়ে ৪৭ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়। বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৮।