ভুয়া খবর শনাক্তকরণে ‘ডিজিটাল ভেরিফিকেশন ওয়ার্কশপ’
যুগান্তর রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ১৭:৫২:৩১ | অনলাইন সংস্করণ
বিশ্বব্যাপী ইন্টারনেটে ভুয়া খবর এবং গুজবের পরিমাণ বেড়েই চলেছে। গুজবের কারণে হচ্ছে সহিংসতা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। গুজবের জনরোষে ২০১৯ সালেই আহত হয়েছেন ২৫ জন। মারা গেছেন কমপক্ষে ৭ জন।
২০২০ সালে করোনা পরিস্থিতিতে ভারচুয়াল জগতে বেড়েছে গুজবের অস্তিত্ব। এমন পরিস্থিতে গুজব ও ভুয়া তথ্য যাচাইয়ে সাংবাদিকদের জন্য বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে করোনাকালিন সচেতনতা অবলম্বন করে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা।
প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম সাংবাদিকদের জন্য ডিজিটাল ফেক নিউজ যাচাই কর্মশালা সিরিজের আয়োজন করে। আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রোগ্রাম এই আয়োজনটির স্ট্রাটেজিক পার্টনার।
‘ডিজিটাল ভেরিফিকেশন ওয়ার্কশপ’ শিরোনামের ওয়ার্কশপটিতে নানা টুলস ও ভুয়া সংবাদ যাচাইয়ের দিক নির্দেশনা মেলে। দিনব্যাপী এই অধিবেশন পরিচালনা করেন সাংবাদিক, প্রযুক্তিবিদ এবং আইন বিশেষজ্ঞরা।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সাইমুম রেজা তালুকদার, দৈনিক যুগান্তরের সাংবাদিক মিজানুর রহমান সোহেল, আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রজেক্টের সোশ্যাল মিডিয়া ও ব্রান্ডিং স্পেশালিষ্ট হাসান বেনাউল ইসলাম, এফএনএফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ এবং প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী ও চেয়ারপার্সন রাখশান্দা রুখাম।
কর্মশালায় ভুয়া খবরের ইতিহাস, ভুয়া খবরের প্রভাব, ভুয়া খবর শনাক্তকরণে রিভার্স ইমেজ যাচাই, খবর যাচাই, ইন্টারনেট নিউজ আর্কাইভ যাচাই এবং সোশ্যাল মিডিয়া অডিটের জন্য জিও-লোকেশনের ব্যবহার বিষয়গুলো হাতে কলমে দেখানো হয়। অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় খবর ভেরিফিকেশন করার নানান টুলস।
এর আগে রাজশাহীতে সিরিজের প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর। সেখানে রাজশাহী অঞ্চলের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশের নিরাপদ ডট অনলাইন প্ল্যাটফর্মটি প্রদর্শিত করা হয়; যেখানে সকল বয়স ও পেশার মানুষের জন্য ডিজিটাল নিরাপত্তা-ভিত্তিক নানান কন্টেন্ট ও টুল পাওয়া যাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভুয়া খবর শনাক্তকরণে ‘ডিজিটাল ভেরিফিকেশন ওয়ার্কশপ’
বিশ্বব্যাপী ইন্টারনেটে ভুয়া খবর এবং গুজবের পরিমাণ বেড়েই চলেছে। গুজবের কারণে হচ্ছে সহিংসতা, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। গুজবের জনরোষে ২০১৯ সালেই আহত হয়েছেন ২৫ জন। মারা গেছেন কমপক্ষে ৭ জন।
২০২০ সালে করোনা পরিস্থিতিতে ভারচুয়াল জগতে বেড়েছে গুজবের অস্তিত্ব। এমন পরিস্থিতে গুজব ও ভুয়া তথ্য যাচাইয়ে সাংবাদিকদের জন্য বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে করোনাকালিন সচেতনতা অবলম্বন করে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কর্মশালা।
প্রেনিউর ল্যাব ইয়ুথ অ্যান্ড ইনোভেশন ট্রাস্ট এবং ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম সাংবাদিকদের জন্য ডিজিটাল ফেক নিউজ যাচাই কর্মশালা সিরিজের আয়োজন করে। আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রোগ্রাম এই আয়োজনটির স্ট্রাটেজিক পার্টনার।
‘ডিজিটাল ভেরিফিকেশন ওয়ার্কশপ’ শিরোনামের ওয়ার্কশপটিতে নানা টুলস ও ভুয়া সংবাদ যাচাইয়ের দিক নির্দেশনা মেলে। দিনব্যাপী এই অধিবেশন পরিচালনা করেন সাংবাদিক, প্রযুক্তিবিদ এবং আইন বিশেষজ্ঞরা।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সাইমুম রেজা তালুকদার, দৈনিক যুগান্তরের সাংবাদিক মিজানুর রহমান সোহেল, আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রজেক্টের সোশ্যাল মিডিয়া ও ব্রান্ডিং স্পেশালিষ্ট হাসান বেনাউল ইসলাম, এফএনএফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ এবং প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী ও চেয়ারপার্সন রাখশান্দা রুখাম।
কর্মশালায় ভুয়া খবরের ইতিহাস, ভুয়া খবরের প্রভাব, ভুয়া খবর শনাক্তকরণে রিভার্স ইমেজ যাচাই, খবর যাচাই, ইন্টারনেট নিউজ আর্কাইভ যাচাই এবং সোশ্যাল মিডিয়া অডিটের জন্য জিও-লোকেশনের ব্যবহার বিষয়গুলো হাতে কলমে দেখানো হয়। অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় খবর ভেরিফিকেশন করার নানান টুলস।
এর আগে রাজশাহীতে সিরিজের প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর। সেখানে রাজশাহী অঞ্চলের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রেনিউর ল্যাব এবং এফএনএফ বাংলাদেশের নিরাপদ ডট অনলাইন প্ল্যাটফর্মটি প্রদর্শিত করা হয়; যেখানে সকল বয়স ও পেশার মানুষের জন্য ডিজিটাল নিরাপত্তা-ভিত্তিক নানান কন্টেন্ট ও টুল পাওয়া যাবে।