হুতিদের হাতে আটক সেই ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
যুগান্তর রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ২০:৩৮:০৭ | অনলাইন সংস্করণ
অবশেষে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে আটক ৫ বাংলাদেশিসহ ২০ জন নাবিক মুক্তি পাচ্ছেন। প্রায় ৯ মাস ধরে এসব নাবিকরা তাদের হাতে আটক রয়েছেন। ওমান ও কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রচেষ্টায় বৃহস্পতিবার তাদের ইয়েমেনের এডেনে আসার কথা রয়েছে। পরে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন।
বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিভাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন ধরে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। তাদের সাঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন। ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়র এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাওয়ার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয়।
আটককৃতদের মধ্যে একজন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে। আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল (বৃহস্পতিবার) তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে।’
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আটক ২০ জন নাবিকের মধ্যে বাংলাদেশি পাঁচজন, ১৩ জন ভারতীয় এবং দুজন মিসরের নাগরিক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হুতিদের হাতে আটক সেই ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
অবশেষে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে আটক ৫ বাংলাদেশিসহ ২০ জন নাবিক মুক্তি পাচ্ছেন। প্রায় ৯ মাস ধরে এসব নাবিকরা তাদের হাতে আটক রয়েছেন। ওমান ও কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রচেষ্টায় বৃহস্পতিবার তাদের ইয়েমেনের এডেনে আসার কথা রয়েছে। পরে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন।
বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিভাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন ধরে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। তাদের সাঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন। ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়র এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাওয়ার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয়।
আটককৃতদের মধ্যে একজন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে। আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল (বৃহস্পতিবার) তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে।’
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আটক ২০ জন নাবিকের মধ্যে বাংলাদেশি পাঁচজন, ১৩ জন ভারতীয় এবং দুজন মিসরের নাগরিক।