সাজানো মামলায় যুগান্তরের সাংবাদিককে হয়রানির প্রতিবাদ পটুয়াখালীতে
দশমিনা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৫:১৮:৪০ | অনলাইন সংস্করণ
বন বিভাগের সাজানো মামলায় যুগান্তরের গাজীপুরের জয়দেবপুর থানা প্রতিনিধি এমএ কাসেমকে হয়রানির প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় প্রতিবাদসভা হয়েছে।
শুক্রবার সকালে দশমিনা সাংবাদিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ প্রতিবাদসভা হয়।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তিতাস, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আজিমুর রাইহান শাহিন, সাংবাদিক সমিতির সহসভাপতি পিএম রায়হান বাদল, সাধারণ সম্পাদক ও যুগান্তরের দশমিনা দক্ষিণ প্রতিনিধি মো. মামুন তানভীর, দৈনিক আজকালের খবরের জায়েদ মোল্লা এবং দৈনিক আলোকিত সকালের মো. আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় সাংবাদিকরা বলেন, যুগান্তরের সাংবাদিক এমএ কাসেম বন বিভাগের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। আর সেই সংবাদ প্রকাশের জের ধরে তাকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ওই চক্র এর আগেও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে।
প্রতিবাদসভায় বক্তারা যুগান্তরের সাংবাদিক এমএ কাসেমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সব মামলা প্রত্যাহারের দাবিও জানান।
বনপ্রহরী (ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা) হোসেন আহমেদের করা একটি মামলায় জয়দেবপুর থানা পুলিশ গত মঙ্গলবার কাসেমকে গ্রেফতার করেন। পর দিন বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাজানো মামলায় যুগান্তরের সাংবাদিককে হয়রানির প্রতিবাদ পটুয়াখালীতে
বন বিভাগের সাজানো মামলায় যুগান্তরের গাজীপুরের জয়দেবপুর থানা প্রতিনিধি এমএ কাসেমকে হয়রানির প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় প্রতিবাদসভা হয়েছে।
শুক্রবার সকালে দশমিনা সাংবাদিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ প্রতিবাদসভা হয়।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তিতাস, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আজিমুর রাইহান শাহিন, সাংবাদিক সমিতির সহসভাপতি পিএম রায়হান বাদল, সাধারণ সম্পাদক ও যুগান্তরের দশমিনা দক্ষিণ প্রতিনিধি মো. মামুন তানভীর, দৈনিক আজকালের খবরের জায়েদ মোল্লা এবং দৈনিক আলোকিত সকালের মো. আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় সাংবাদিকরা বলেন, যুগান্তরের সাংবাদিক এমএ কাসেম বন বিভাগের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। আর সেই সংবাদ প্রকাশের জের ধরে তাকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ওই চক্র এর আগেও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে।
প্রতিবাদসভায় বক্তারা যুগান্তরের সাংবাদিক এমএ কাসেমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সব মামলা প্রত্যাহারের দাবিও জানান।
বনপ্রহরী (ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা) হোসেন আহমেদের করা একটি মামলায় জয়দেবপুর থানা পুলিশ গত মঙ্গলবার কাসেমকে গ্রেফতার করেন। পর দিন বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।