সন্ধ্যা নদীর ভাঙনে প্রতিরোধমূলক ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর
বরিশাল ব্যুরো ও বানারীপাড়া প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩০:১৮ | অনলাইন সংস্করণ
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.)জাহিদ ফারুক শামীম বলেছেন, উজিরপুর উপজেলার সাতলাতে আমাদের মন্ত্রণালয়ের ৪৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যেখানে একাংশের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, বাকি কাজ ২-১ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।
তবে বাকি অংশের কাজের জন্য প্রকৌশলীরা এসে দেখবেন কীভাবে এটিকে রক্ষা করা যায়। বাঁধটা মেরামত করা হবে; যাতে এলাকাবাসী নদীভাঙন থেকে রক্ষা পান।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রী বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নদীপথ দিয়ে বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
উজিরপুরের সাতলা ইউনিয়নের রাজাপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এর আগে তিনি উজিরপুর উপজেলার পোল্ডার নং-৩ এর সাতলা-বাগধা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। পরে বরিশাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সন্ধ্যা নদীর ভাঙনে প্রতিরোধমূলক ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, উজিরপুর উপজেলার সাতলাতে আমাদের মন্ত্রণালয়ের ৪৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যেখানে একাংশের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, বাকি কাজ ২-১ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।
তবে বাকি অংশের কাজের জন্য প্রকৌশলীরা এসে দেখবেন কীভাবে এটিকে রক্ষা করা যায়। বাঁধটা মেরামত করা হবে; যাতে এলাকাবাসী নদীভাঙন থেকে রক্ষা পান।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রী বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নদীপথ দিয়ে বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
উজিরপুরের সাতলা ইউনিয়নের রাজাপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এর আগে তিনি উজিরপুর উপজেলার পোল্ডার নং-৩ এর সাতলা-বাগধা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। পরে বরিশাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।