সাবেক ডেপুটি স্পিকার নান্নুর সহধর্মিণীর ইন্তেকাল
নওগাঁ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ১২:৪৪:১৩ | অনলাইন সংস্করণ
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর সহধর্মিণী নাসরিন আরা সিদ্দিকী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টায় রাজধানী পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।
পারভেজ আরেফিন সিদ্দিকী বলেন, মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে প্রথম জানাজা শেষে ফেনী বাবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাবেক ডেপুটি স্পিকার নান্নুর সহধর্মিণীর ইন্তেকাল
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর সহধর্মিণী নাসরিন আরা সিদ্দিকী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টায় রাজধানী পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।
পারভেজ আরেফিন সিদ্দিকী বলেন, মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে প্রথম জানাজা শেষে ফেনী বাবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।