ভোটের হার সবচেয়ে কম সাভারে, সবচেয়ে বেশি রায়গঞ্জে
যুগান্তর প্রতিবেদন
১৭ জানুয়ারি ২০২১, ১৭:০২:৩৮ | অনলাইন সংস্করণ
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৬১ দশমিক ৯২ শতাংশ। শনিবার অনুষ্ঠিতদেশের ৬০টি পৌরসভায় মোট ভোটার ছিলেন ২০ লাখ ৯১ হাজার ৬৮১ জন। এর মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
রোববারনির্বাচন কমিশন সচিবালয় এসব তথ্য জানিয়েছে।
কমিশনের দেয়া তথ্যমতে,সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকার সাভার পৌরসভায়। এ পৌরসভায় ১ লাখ ৮৮ হাজার ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৬৩ হাজার ১৭৯ জন। ভোটের হার ৩৩ দশমিক ৫৯ শতাংশ। এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়।
এদিকে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায়। এ পৌরসভায় ভোট পড়েছে ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ। এখানে ১১ হাজার ৮৬৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১০ হাজার ৯২টি। এ পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভোটের হার সবচেয়ে কম সাভারে, সবচেয়ে বেশি রায়গঞ্জে
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৬১ দশমিক ৯২ শতাংশ। শনিবার অনুষ্ঠিত দেশের ৬০টি পৌরসভায় মোট ভোটার ছিলেন ২০ লাখ ৯১ হাজার ৬৮১ জন। এর মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
রোববার নির্বাচন কমিশন সচিবালয় এসব তথ্য জানিয়েছে।
কমিশনের দেয়া তথ্যমতে, সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকার সাভার পৌরসভায়। এ পৌরসভায় ১ লাখ ৮৮ হাজার ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৬৩ হাজার ১৭৯ জন। ভোটের হার ৩৩ দশমিক ৫৯ শতাংশ। এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়।
এদিকে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায়। এ পৌরসভায় ভোট পড়েছে ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ। এখানে ১১ হাজার ৮৬৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১০ হাজার ৯২টি। এ পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।