রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব
যুগান্তর প্রতিবেদন
১৯ জানুয়ারি ২০২১, ১৩:৩৭:৫৭ | অনলাইন সংস্করণ
বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের জন্য ধন্যবাদ জানাতে প্রস্তাব তোলা হয়েছে।
মঙ্গলবার প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদের বৈঠকে প্রস্তাবটি তোলেন। সাবেক প্রধান হুইপ আবদুস শহীদ তাতে সমর্থন জানান।
এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনের সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক ২০২১ সালের ১৮ জানুয়ারি অত্র সংসদে প্রদত্ত ভাষণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করিতেছে।’
করোনাভাইরাস মহামারীর মধ্যে নতুন বছরের প্রথম অধিবেশন গতকাল সোমবার শুরু হয়। রাষ্ট্রপতি এদিন সংসদে ভাষণ দেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দলমতের পার্থক্য ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে সংসদ থেকে রাষ্ট্রপতির সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলা হয় এবং সংসদে ওই প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব
বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের জন্য ধন্যবাদ জানাতে প্রস্তাব তোলা হয়েছে।
মঙ্গলবার প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদের বৈঠকে প্রস্তাবটি তোলেন। সাবেক প্রধান হুইপ আবদুস শহীদ তাতে সমর্থন জানান।
এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনের সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক ২০২১ সালের ১৮ জানুয়ারি অত্র সংসদে প্রদত্ত ভাষণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করিতেছে।’
করোনাভাইরাস মহামারীর মধ্যে নতুন বছরের প্রথম অধিবেশন গতকাল সোমবার শুরু হয়। রাষ্ট্রপতি এদিন সংসদে ভাষণ দেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দলমতের পার্থক্য ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে সংসদ থেকে রাষ্ট্রপতির সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলা হয় এবং সংসদে ওই প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হয়।