পৌর নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হচ্ছে: ইসি কবিতা খানম
নওগাঁ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ২১:২৮:১১ | অনলাইন সংস্করণ
সারা দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পৌরসভা নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেন, একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে যা প্রয়োজন পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
রোববার দুপুরে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, ইতোমধ্যে প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনে প্রচারণায় প্রার্থীরা আইন মেনে চলার যে একটা প্রবণতা আছে তারা সেটা মেনে চলছেন। আশা করি এখানে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির, ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, নির্বাচন কর্মকর্তা রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নওগাঁ ও ধামইরহাট পৌরসভার মেয়র প্রার্থী ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে ইসি কবিতা খানম মতবিনিময় করেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পৌর নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হচ্ছে: ইসি কবিতা খানম
সারা দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পৌরসভা নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেন, একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে যা প্রয়োজন পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
রোববার দুপুরে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, ইতোমধ্যে প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনে প্রচারণায় প্রার্থীরা আইন মেনে চলার যে একটা প্রবণতা আছে তারা সেটা মেনে চলছেন। আশা করি এখানে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির, ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, নির্বাচন কর্মকর্তা রুহুল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নওগাঁ ও ধামইরহাট পৌরসভার মেয়র প্রার্থী ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে ইসি কবিতা খানম মতবিনিময় করেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।