আলজাজিরার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রে কেউ প্রশ্ন তোলেনি
অনলাইন ডেস্ক
০১ মার্চ ২০২১, ২০:১৪:৩৪ | অনলাইন সংস্করণ
কেউ আলজাজিরার প্রতিবেদন বা মুশতাকের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফরে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, কয়েকজন কংগ্রেসম্যান এবং জাতিসংঘ মহাসচিবসহ অনেকের সাথে বৈঠক হয়েছে। কোনো বৈঠকে কেউ আলজাজিরার প্রতিবেদন বা মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি। শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বাংলাদেশি সংবাদকর্মীরাই এসব নিয়ে প্রশ্ন করেছেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে কিছু হলেই, বিদেশি দূতাবাসগুলো উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়, যেগুলো বন্ধ হওয়া উচিত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে হত্যাকাণ্ডসহ নানা ঘটনা ঘটে, বাংলাদেশ বা অন্য দেশ সেগুলো নিয়ে নাক গলায় না। কিন্তু বাংলাদেশে কিছু ঘটলে বিদেশি দূতাবাস কী বলে সেদিকে তাকিয়ে থাকে গণমাধ্যম। এই সংস্কৃতি বন্ধের আহ্বান জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আলজাজিরার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রে কেউ প্রশ্ন তোলেনি
কেউ আলজাজিরার প্রতিবেদন বা মুশতাকের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফরে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, কয়েকজন কংগ্রেসম্যান এবং জাতিসংঘ মহাসচিবসহ অনেকের সাথে বৈঠক হয়েছে। কোনো বৈঠকে কেউ আলজাজিরার প্রতিবেদন বা মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেনি। শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বাংলাদেশি সংবাদকর্মীরাই এসব নিয়ে প্রশ্ন করেছেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে কিছু হলেই, বিদেশি দূতাবাসগুলো উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়, যেগুলো বন্ধ হওয়া উচিত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে হত্যাকাণ্ডসহ নানা ঘটনা ঘটে, বাংলাদেশ বা অন্য দেশ সেগুলো নিয়ে নাক গলায় না। কিন্তু বাংলাদেশে কিছু ঘটলে বিদেশি দূতাবাস কী বলে সেদিকে তাকিয়ে থাকে গণমাধ্যম। এই সংস্কৃতি বন্ধের আহ্বান জানান তিনি।