শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী মারা গেছেন
যুগান্তর প্রতিবেদন
০২ মার্চ ২০২১, ১০:০৬:০২ | অনলাইন সংস্করণ
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী ও প্রয়াত মিশুক মুনীরের মা বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সোমবার বিকাল সাড়ে ৫টায় বনানীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লিলি চৌধুরীর ছেলে আসিফ মুনীর নিজের ফেসবুক পেজে মায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, আত্মীয়-স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে।
পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিলি চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী মারা গেছেন
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী ও প্রয়াত মিশুক মুনীরের মা বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সোমবার বিকাল সাড়ে ৫টায় বনানীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লিলি চৌধুরীর ছেলে আসিফ মুনীর নিজের ফেসবুক পেজে মায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, আত্মীয়-স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে।
পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিলি চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।