নাশকতার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে: আইজিপি (ভিডিও)
সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে
০১ এপ্রিল ২০২১, ২১:৪০:৪১ | অনলাইন সংস্করণ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজির আহমেদ বলছেন, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। যারা এ ধরনের ধ্বংসাত্মক নৃশংসতার সঙ্গে জড়িত, ভিডিও ফুটেজ দেখে তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এবং সার্কিট হাউসে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি ড. বেনজির আহমেদ বলেন, নাশকতার ঘটনার ভিডিও পুলিশের হাতে এসেছে। এসব ফুটেজ দেখে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা কামনা করছি।
ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা মনে রাখবেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে। আর যারা অপরাধমূলক কর্মকাণ্ড করছে তাদের যে কোনো মূল্যেই আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।
ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করেন আইজিপি। তিনি বলেন, ইসলামী শিক্ষার নামে আমাদের আলেম সমাজ এখন দুই ভাগে বিভক্ত। এক রুহানি হুজুর, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। অপরটি রাজনৈতিক, আমাদের এদের চিহ্নিত করতে হবে। রাজনৈতিক আলেম কারা কারা তাদের বিষয়ে খোঁজখবর রাখতে হবে।
এ সময় র্যাাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এসবির প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশের ডিআইজি অপারেশন খুরশিদ হোসেন, ডিআইজি হায়দার আলী খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাশকতার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে: আইজিপি (ভিডিও)
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজির আহমেদ বলছেন, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। যারা এ ধরনের ধ্বংসাত্মক নৃশংসতার সঙ্গে জড়িত, ভিডিও ফুটেজ দেখে তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এবং সার্কিট হাউসে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি ড. বেনজির আহমেদ বলেন, নাশকতার ঘটনার ভিডিও পুলিশের হাতে এসেছে। এসব ফুটেজ দেখে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা কামনা করছি।
ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা মনে রাখবেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে। আর যারা অপরাধমূলক কর্মকাণ্ড করছে তাদের যে কোনো মূল্যেই আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।
ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করেন আইজিপি। তিনি বলেন, ইসলামী শিক্ষার নামে আমাদের আলেম সমাজ এখন দুই ভাগে বিভক্ত। এক রুহানি হুজুর, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। অপরটি রাজনৈতিক, আমাদের এদের চিহ্নিত করতে হবে। রাজনৈতিক আলেম কারা কারা তাদের বিষয়ে খোঁজখবর রাখতে হবে।
এ সময় র্যাাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এসবির প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশের ডিআইজি অপারেশন খুরশিদ হোসেন, ডিআইজি হায়দার আলী খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।