হেলেনা জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
যুগান্তর প্রতিবেদন
১৮ আগস্ট ২০২১, ১৮:১৮:১২ | অনলাইন সংস্করণ
রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।এছাড়া, তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সাজেদা লতা আসামি হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গতকাল একই থানায় টেলিযোগাযোগ আইনে করা মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
এছাড়া, তার বিরুদ্ধে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ মোট তিনটি মামলা এখনো চলমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হেলেনা জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রাজধানীর গুলশান থানায় দায়ের করা মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।এছাড়া, তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সাজেদা লতা আসামি হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গতকাল একই থানায় টেলিযোগাযোগ আইনে করা মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
এছাড়া, তার বিরুদ্ধে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ মোট তিনটি মামলা এখনো চলমান।