ডেঙ্গি প্রতিরোধে প্রাথমিক শিক্ষকদের নির্দেশনা

 যুগান্তর প্রতিবেদন 
১৯ আগস্ট ২০২১, ১০:০৭ পিএম  |  অনলাইন সংস্করণ
ডেঙ্গি
ফাইল ছবি

করোনা মহামারির মধ্যে বেড়ে চলেছে ডেঙ্গির বিস্তার। এমন পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গি প্রতিরোধে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

বুধবার সই করা নির্দেশনাটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়। 

নির্দেশনায় বলা হয়, দেশে এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ার ফলে ডেঙ্গু রোগের প্রদুর্ভাব ঘটেছে। 
কোভিড-১৯ মহামারির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় বিদ্যালয়গুলোতে এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে।

উপবৃত্তি ও অনলাইনে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদ্যালয়ে অবস্থান করতে হয়।

এমতাবস্থায় বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার নিমিত্তে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গি রোগ প্রতিরোধে নির্দেশনা প্রতিপালনসহ প্রধান শিক্ষকরা যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন, তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ভয়ংকর ডেঙ্গু