ডেঙ্গিতে আরও ৩১৭ জন আক্রান্ত
jugantor
ডেঙ্গিতে আরও ৩১৭ জন আক্রান্ত

  যুগান্তর প্রতিবেদন  

০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬:৩৯  |  অনলাইন সংস্করণ

শিশু হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এক শিশু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং ঢাকার বাইরে ৫৮ জন। আর এ মাসে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে নতুন ৩১৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪৫ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৭৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৭০ জন।

ডেঙ্গিতে আরও ৩১৭ জন আক্রান্ত

 যুগান্তর প্রতিবেদন 
০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৬ পিএম  |  অনলাইন সংস্করণ
শিশু হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এক শিশু
শিশু হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত এক শিশু। ছবি: যুগান্তর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং ঢাকার বাইরে ৫৮ জন। আর এ মাসে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে নতুন ৩১৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪৫ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৭৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৭০ জন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ভয়ংকর ডেঙ্গু

২৭ সেপ্টেম্বর, ২০২১
আরও খবর