আইস-হেরোইনসহ ৭০ জনকে গ্রেফতার
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইস-হেরোইন এবং অন্যান্য মাদকসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয় তার মধ্যে রয়েছে— ৬৪৬০ পিস ইয়াবা বড়ি, ১ গ্রাম আইস, ১৮ বোতল ফেনসিডিল, ১১২ গ্রাম ১৭৭ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৯০ গ্রাম ১৪৭ পুড়িয়া গাঁজা ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইস-হেরোইনসহ ৭০ জনকে গ্রেফতার
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইস-হেরোইন এবং অন্যান্য মাদকসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয় তার মধ্যে রয়েছে— ৬৪৬০ পিস ইয়াবা বড়ি, ১ গ্রাম আইস, ১৮ বোতল ফেনসিডিল, ১১২ গ্রাম ১৭৭ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৯০ গ্রাম ১৪৭ পুড়িয়া গাঁজা ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা হয়েছে।