ঢাবির ফুটপাতে মিলল নবজাতকের লাশ 
jugantor
ঢাবির ফুটপাতে মিলল নবজাতকের লাশ 

  যুগান্তর প্রতিবেদন  

১৮ জানুয়ারি ২০২২, ১৫:১৯:২৭  |  অনলাইন সংস্করণ

ঢাবির ফুটপাতে মিলল নবজাতকের লাশ 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবির শেখ রাসেল টাওয়ারের সামনে ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক একদিন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস। তিনি বলেন, কে বা কারা মেয়ে নবজাতকটিকে ফুটপাতে ফেলে রেখে গেছে। স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঢাবির ফুটপাতে মিলল নবজাতকের লাশ 

 যুগান্তর প্রতিবেদন 
১৮ জানুয়ারি ২০২২, ০৩:১৯ পিএম  |  অনলাইন সংস্করণ
ঢাবির ফুটপাতে মিলল নবজাতকের লাশ 
প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবির শেখ রাসেল টাওয়ারের সামনে ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক একদিন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস।  তিনি বলেন, কে বা কারা মেয়ে নবজাতকটিকে ফুটপাতে ফেলে রেখে গেছে। স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন