Logo
Logo
×

জাতীয়

সম্রাটকে ছাড়পত্র দিতে আরও সময় লাগবে: বিএসএমএমইউ 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:৪২ এএম

সম্রাটকে ছাড়পত্র দিতে আরও সময় লাগবে: বিএসএমএমইউ 

ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। 

সোমবার সম্রাটের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি যুগান্তরকে এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ইসমাইল হোসেন সম্রাটের হার্টের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। সম্রাটের চিকিৎসার বিষয়ে একটি বোর্ড মিটিং হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী তার উন্নত চিকিৎসা দরকার, তা দেশেও হতে পারে বিদেশেও হতে পারে। 

বিএসএমএমইউ পরিচালক আরও বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগবে। তবে তিনি কখন হাসপাতাল ছাড়বেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তার উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে দেশের বাইরে নিতে পারে। 

গত বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

শর্তসমূহ হলো-আদালতের অনুমতি ব্যতীত দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পার্সপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

তার জামিন ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছে দুদক।
 

সম্রাট হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম