উত্তরাঞ্চলে অতিভারি বর্ষণের আভাস
সারা দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর মধ্যে উত্তরাঞ্চলের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে। গত রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল ও রাজশাহী ছাড়া বাকি ছয় বিভাগে বৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী কয়েক দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। এ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে মঙ্গলবার উত্তরের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারি বর্ষণ হতে পারে।
এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজারহাটে ৬৮ মিলিমিটার। সোমবার ঢাকায় বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রংপুর ও সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উত্তরাঞ্চলে অতিভারি বর্ষণের আভাস
সারা দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর মধ্যে উত্তরাঞ্চলের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে। গত রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল ও রাজশাহী ছাড়া বাকি ছয় বিভাগে বৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী কয়েক দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। এ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে মঙ্গলবার উত্তরের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারি বর্ষণ হতে পারে।
এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজারহাটে ৬৮ মিলিমিটার। সোমবার ঢাকায় বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রংপুর ও সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।