সরাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
০৭ জুন ২০২২, ২৩:০৭:৪৭ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার সারাইলে বাসের ধাক্কায় হৃদয় বণিক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।তার বাড়ি হবিগঞ্জ জেলায়।
মাধবপুর উপজেলা বেজুড়া গ্রামের বিমল বনিকের ছেলে তিনি।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি বাসের ধাক্কায় ঢাকার দিকে যাওয়া মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির এক আরোহীর মৃত্যু হয়। অপরজন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সরাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সারাইলে বাসের ধাক্কায় হৃদয় বণিক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জ জেলায়।
মাধবপুর উপজেলা বেজুড়া গ্রামের বিমল বনিকের ছেলে তিনি।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি বাসের ধাক্কায় ঢাকার দিকে যাওয়া মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির এক আরোহীর মৃত্যু হয়। অপরজন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।