এমপি হারুনের বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ নাকচ
সংসদ প্রতিবেদক
২৭ জুন ২০২২, ২১:২৫:১৩ | অনলাইন সংস্করণ
বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদের বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ নাকচ করে দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে নোটিশ গ্রহণ না করার ঘোষণা দেন তিনি। এর আগে ২৩ জুন হারুনুর রশীদ তার নির্বাচনি এলাকার নবনির্মিত ও নির্মাণাধীন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা নিয়ে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দেন।
ওই নোটিশ নিয়ে পরে তিনি দুদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। ওইসময় স্পিকার জানান, তার নোটিশটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই তা সংসদে জানিয়ে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় গতকাল হারুনুর রশীদ তার নোটিশটি সংসদ অধিবেশনে উত্থাপন করেন।
সংসদে স্পিকার নোটিশ প্রসঙ্গে জানান, ২৩ জুন সংসদ সদস্য হারুনুর রশীদের কাছ থেকে একটি নোটিশ প্রাপ্ত হয়েছি। বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ। নোটিশটি ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে। নোটিশটি সংবিধানের ৭৮ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালীবিধির ১৬৫ এবং ১৬৬ (৩) এর আলোকে বিশেষ অধিকার সংক্রান্ত না হওয়ায় নোটিশটি গ্রহণ করা গেল না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এমপি হারুনের বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ নাকচ
বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদের বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ নাকচ করে দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে নোটিশ গ্রহণ না করার ঘোষণা দেন তিনি। এর আগে ২৩ জুন হারুনুর রশীদ তার নির্বাচনি এলাকার নবনির্মিত ও নির্মাণাধীন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা নিয়ে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দেন।
ওই নোটিশ নিয়ে পরে তিনি দুদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। ওইসময় স্পিকার জানান, তার নোটিশটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই তা সংসদে জানিয়ে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় গতকাল হারুনুর রশীদ তার নোটিশটি সংসদ অধিবেশনে উত্থাপন করেন।
সংসদে স্পিকার নোটিশ প্রসঙ্গে জানান, ২৩ জুন সংসদ সদস্য হারুনুর রশীদের কাছ থেকে একটি নোটিশ প্রাপ্ত হয়েছি। বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ। নোটিশটি ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে। নোটিশটি সংবিধানের ৭৮ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালীবিধির ১৬৫ এবং ১৬৬ (৩) এর আলোকে বিশেষ অধিকার সংক্রান্ত না হওয়ায় নোটিশটি গ্রহণ করা গেল না।