চট্টগ্রাম-জেদ্দা সরাসরি জাহাজ চলাচলের সুবিধা চায় সৌদি
যুগান্তর প্রতিবেদন
২৭ জুন ২০২২, ২২:২৪:৫৫ | অনলাইন সংস্করণ
বাংলাদেশে বড় আকারে বিনিয়োগে সুবিধার জন্য চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ওপর জোর দিয়েছে সৌদি আরব।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতুর সফল সমাপ্তির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।
তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংস্কৃতি, শিক্ষা ও পর্যটন খাতে আরও সম্পর্ক বাড়াতে সৌদি আরব আগ্রহী।
দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হজযাত্রীদের ঢাকা বিমানবন্দরে প্রাক-ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রাম-জেদ্দা সরাসরি জাহাজ চলাচলের সুবিধা চায় সৌদি
বাংলাদেশে বড় আকারে বিনিয়োগে সুবিধার জন্য চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ওপর জোর দিয়েছে সৌদি আরব।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতুর সফল সমাপ্তির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।
তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংস্কৃতি, শিক্ষা ও পর্যটন খাতে আরও সম্পর্ক বাড়াতে সৌদি আরব আগ্রহী।
দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হজযাত্রীদের ঢাকা বিমানবন্দরে প্রাক-ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।